দেশের সময়: এই প্রথমবার রংহীন শান্তিনিকেতন৷ করোনা আতঙ্কে দোল উৎসব স্থগিত শান্তিনিকেতনে। গোটা রাজ্য দোলের রং–এ রঙিন হয়ে উঠবে। সেই জায়গায় এদিন দোল খেলবে না শান্তিনিকেতন। যা অবিশ্বাস্য। প্রতি বছর দোলের দিন ভিড়ের চোটে শান্তিনিকেতনে পা রাখা যায় না।
হাজির হন দেশ বিদেশের পর্যটকরা, হলুদ শাড়ি–পাঞ্জাবি পরে যোগ দেন রঙের উৎসবে। কিন্তু রবীন্দ্রনাথের আমল থেকে চলে আসা বসন্ত উৎসব এই প্রথম বন্ধ রয়েছে শান্তিনিকেতনে। তবে প্রতিবারের মত এবারও ভিড় জমিয়েছেন দেশ বিদেশের পর্যটকরা। যদিও আশ্রম চত্বরে ঢোকা বন্ধ। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আশ্রম সংলগ্ন রাস্তা। রঙের খেলায় মাততে তাঁরা চলেছেন খোয়াই–সোনাঝুরির দিকে।