দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার সকালের আকাশ দেখে যে কারও লন্ডনের ‘টিপিক্যাল’ আবহাওয়ার কথা মনে হতেই পারে।
ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ, কখনও ঝিরিঝিরি বৃষ্টি। শুধু ঠান্ডাটাই লন্ডন মাফিক নয়। শুক্রবার রাত থেকেই শীত কমে গেছিল। শনিবার সকালে নেমে গেল বৃষ্টি। যদিও এর পূর্বাভাস আগেই দিয়ে ছিল হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ অক্ষরেখার জেরে বাধা পেয়েছে শীতল উত্তুরে হাওয়া। বাতাসে ঢুকে পড়েছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। ফলে উধাও শীত।

শনিবার সকালে বৃষ্টি শুধু কলকাতাতেই নয়, দুই ২৪ পরগনা, হাওড়া, নদিয়া এবং মুর্শিদাবাদেও হওয়ার কথা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও। এদিকে দার্জিলিং জেলার সান্দাকফু এবং টাইগার হিলের মতো উঁচু জায়গায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে আশঙ্কা রয়েছে ধসেরও।  

আগামী দু’ঘণ্টায় কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে উপকূলের জেলায় এবং নদিয়া এবং মুর্শিদাবাদে আজ, শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামিকাল, রবিবার থেকে বাড়বে বৃষ্টি। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

মঙ্গলবারেও কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ ৷ তাপমাত্রা ফের কমতে শুরু করবে। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here