দেশের সময় ওয়েবডেস্কঃ ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে বঙ্গোপসাগরে। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে কলকাতা-সহ বেশ কিছু জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব বেশি পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় লাল সতর্কতাও জারি করা হয়েছে।

দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে কলকাতার আবহাওয়া। দুর্যোগ সম্ভাবনায় যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশের  দুর্যোগ মোকাবিলা টিম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় রাত সাড়ে ৮টা নাগাদ ঝোড়ো হাওয়ার গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। মঙ্গলবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। লাল সতর্কতা জারি করা হেয়েছে এই তিন জেলায়। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারেও বলে জানানো হয়েছে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উপকূলবর্তী দুই জেলায়৷

সূত্রের খবর, শহরের যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের তরফে ২২ টি টিম প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে  ভবানীপুর থানায় রয়েছে ২টি টিম। কালীঘাট থানায় রয়েছে ২ টিম। আলিপুর থানায়  থাকছে ১টি টিম। এছাড়া ওয়াটগঞ্জ, একবালপুর, নিউমার্কেট, পার্কস্ট্রিট এবং বডিগার্ড লাইনে একটি করে টিম থাকছে।

এর পাশাপাশি পাশাপাশি কলকাতার ৯টি ডিভিশনে দুর্যোগ মোকাবিলার টিম মজুত রাখা হচ্ছে।.সাউথ ডিভিশনের টিম থাকবে পুলিশ ট্রেনিং স্কুলে। পিটিএস-এ আরও তিনটি  টিম আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে রাখা হচ্ছে। যে কোনও প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলার জন্য এই টিম গুলিকে ব্যবহার করা হবে

সূত্রের খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাতে কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে বুধবারও। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান, কলকাতা ও বাকুড়ায় হলুদ সর্তকতা জারি হয়েছে। অর্থাৎ এই এলাকাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এর চেয়েও বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, হুগলি, উত্তর ২৪ পরগণায়।

কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথায় নিম্নচাপের প্রভাবে দমকা ৫০ কিমি ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই সতর্ক কলকাতা ও জেলাপুলি। সব মিলিয়ে আজকের রাত দুর্যোগ মোকাবিলা বাহিনীর জন্য চ্যালেঞ্জের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here