দেশের সময় ওয়েবডেস্কঃ কুয়াশার চাদরে ঢাকা ভোর, সঙ্গে মেঘলা আকাশ।

বাড়ছে বৃষ্টির আশঙ্কাও। তবে কি নিম্নচাপের জেরে ডিসেম্বরেও বঙ্গে বৃষ্টি হবে? 

ভোরের হিমেল হাওয়ায় শীতের কাঁপন । কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সমস্তটাই ভ্রান্তিবিলাস। হু হু করে উত্তর পশ্চিম ভারতের কনকনে হিমেল হাওয়ায় রাজ্যে নেমেছে পারদ। যদিও এই নরম ঠান্ডার অনুভূতি মেয়াদ আরও কয়েকদিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। এর ফলে ফের বাড়বে তাপমাত্রা। কমে যাবে এই শীত শীত ভাব।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও এ রাজ্যে তার কোনও প্রভাব পড়বে না। তবে আগামী কয়েকদিনে বড়সড় হাওয়া বদল হবে। উত্তুরে হাওয়ার দাপটে ভরপুর শীতের আমেজ বজায় থাকবে। আরও ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে উত্তর পশ্চিম ভারতের কনকনে হিমেল হাওয়ার অবাধ প্রবেশ ঘটবে। এর জেরে আজও বজায় থাকবে শীত শীত ভাব। অবস্থার পরিবর্তন হবে আগামিকাল থেকে। ৯, ১০ এবং খুব সম্ভবত ১১ ডিসেম্বর সামান্য করে বাড়বে তাপমাত্রা। কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে অস্বস্তি বাড়বে। তবে আগামী ৫ দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। 

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে সেটি ঘূর্ণিঝড় ‘মনদৌস’-এ পরিণত হয়েছে। এই ঝড়ের প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। এই তিন জেলার উপকূলে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রাজ্যগুলিতে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here