দেশের সময় ওয়েবডেস্কঃ নতুন করে নিম্নচাপ ঘনিয়েছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ ইতিমধ্যেই মধ্যভারতে অবস্থান করছে। আর সেই নিম্নচাপের মধ্যেই এই সপ্তাহের মাঝামাঝিই আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে।

আর মূলত এই নিম্নচাপের কারণেই বৃষ্টি হচ্ছে বঙ্গে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, জুলাইয়ের শেষে রাজ্য, বিশেষত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বাড়তে চলেছে। এমনকী দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বানভাসীও হতে পারে বলে পূর্বাভাস।

আর এই জোড়া নিম্নচাপের জেরেই পূর্ব ভারতে দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে। পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে রয়েছে একটি নিম্নচাপ। অন্যটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে। প্রথম নিম্নচাপের ইতিমধ্যেই মধ্যভারতে অবস্থান করছে। 

আগামী সপ্তাহের মাঝামাঝি  দ্বিতীয়  নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, জানাচ্ছে হাওয়া অফিস। মূলত নিম্নচাপের কারণেই বৃষ্টি হচ্ছে বঙ্গে। সেই বৃষ্টির পরিমাণ  চলতি সপ্তাহে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

হাওয়া অফিসের অনুমান, নতুন যে নিম্নচাপটি তৈরি হতে চলছে, প্রাথমিক ভাবে তা বাংলাদেশের দিকে যেতে পারে। ২৮ জুলাই বুধবার প্রবল নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। 
 

আলিপুর আবহাওয়া দফতর বলছে,  সোমবার  উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে  মঙ্গলবার ২৭ জুলাই   উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।। দু’দিনই  উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তবে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। ফলে প্রচণ্ড গরম না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে কলকাতা সহ প্রায় সব জেলাই।
 

বুধবার নাগাদ যে নয়া নিম্নচাপের সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে, তার জেরে প্রবল বর্ষণে স্নাত হবে উত্তর ও দক্ষিণবঙ্গ। ফলে  রাজ্যের একাধিক জায়গায় নদীর জলস্তর বাড়তে পারে। দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। কলকাতা-সহ বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ারও আশঙ্কা থাকছে। এর সঙ্গে নিচু এলাকাগুলিতেও জল বাড়ার সম্ভাবনা।

সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলায়। ওই পাঁচ জেলাতেই সবচেয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন। আবহাওয়া দফতর সূত্রে খবর, ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই জেলাগুলিতে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার অতি ভারী বৃষ্টির (২০০ মিলিমিটার পর্যন্ত) আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, অর্থাৎ বিশেষ সতর্কবার্তা রয়েছে উপকূলীয় জেলাগুলির জন্য।

মঙ্গলবার থেকে  কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এদিনও  কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সোমবার  কলকাতা সহ সংলগ্ন এলাকায় দু বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here