দেশের সময়, ওয়েবডেস্কঃ ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘলা আকাশে সাময়িক স্বস্তি ফিরলেও, আর্দ্রতাজনিত চরম অস্বস্তি এখনও কাটছে না। তবে মাসের শেষ দুইদিন খানিকটা স্বস্তি মিলবে বঙ্গবাসীর।
সূর্যের দাপট না থাকলেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ হলেও দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির জন্য হাপিত্যেশ করে অপেক্ষা করছেন । তবে অপেক্ষার অবসান হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দক্ষিণের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবার বর্ষা উত্তরবঙ্গে সময়ে ঢুকলেও দক্ষিণবঙ্গে দেরিতে ঢুকেছে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে। তবে রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই ৷ বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার হেরফের তেমন হবে না।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারেও আবহাওয়া এক থাকবে।
আকাশে গত কয়েকদিন ধরেই রোদ-মেঘের খেলা চলেছে। দিনের বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা থাকছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। রবিবারও কলকাতার আবহাওয়া একই থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
দক্ষিণে বৃষ্টির দেখা না থাকলে, উত্তরের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরের অন্যান্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।