Weather Update: বাংলায় জাঁকিয়ে শীত কবে?

0
410

দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবার থেকেই শহরে শীতের আমেজ দেখা গিয়েছে। একদিন শীত আর পরের দিনের গরমের অনুভূতিতে মানুষের নাজেহাল পরিস্থিতি। তার মাঝেই  বুধবার থেকে আবহাওয়ার মেজাজ বদলেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি। বৃহস্পতির পর শুক্রবারে আরও কমেছে তাপমাত্রা। শুক্রবার শহরে সর্বনিম্ন আপমাত্রা থাকবে ১৫.৬ ডিগ্রি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমার পর এখন শহরবাসীর প্রশ্ন, জাঁকিয়ে শীত পড়বে কবে? হাওয়া অফিস সূত্রের খবর, মনদৌস এর প্রভাবেই শীত কমেছে বাংলায়। ঘূর্ণিঝড় কেটে গেলেই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিনগুলি, অর্থাৎ বড়দিনের সম্যে কলকাতা সহ গোটা রাজ্যে কনকনে শীত অনুভূত হওয়ার পূর্বাভাস। যদিও দক্ষিণের বেশকিছু জেলা ইতিমধ্যে হাড়ে কাঁপন ধরিয়েছে শীত। 

অন্যদিকে,আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে।এই তিন জেলার উপকূলে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

ঘূর্ণিঝড় মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। মান্দাস এর আরবি ভাষায় এর অর্থ হল ভেলা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গেলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন তার নাম হবে মান্দাস ৷

এর পরোক্ষ প্রভাব আংশিক মেঘলা আকাশ হতে শুরু করবে বাংলায়। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তুরে হাওয়া বা উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব কমতে শুরু করবে। কমবে শীতের আমেজও ৷

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এসে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। তবে আগামী চার পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Previous articleMamata Banerjee : এসএসকেএমে ট্রমা কেয়ার সেন্টারের ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Next articleKIFF 2022 : এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে চাঁদের হাট,রইল বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here