Weather update:বসন্তের মধ্যগগনে পৌঁছে শেষ হল বৃষ্টির ‘স্পেল’!দোলের আগেই লাফিয়ে বাড়বে তাপমাত্রা! আবহাওয়ার বড় আপডেট শোনাল আলিপুর

0
186

দেশের সময় কলকাতা : সকাল ও রাতে মিলছে শীতের অনুভূতি। বসন্তের মধ্যগগনে পৌঁছে অবশেষে শেষ হল বৃষ্টির ‘স্পেল’।

শনিবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে এরকমই মনোরম থাকবে আবহাওয়া। তবে আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। 
কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.‌৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই দক্ষিণে। 

এ বার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তেমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে।

এই মুহূর্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। অর্থাৎ সংশ্লিষ্ট জেলাগুলিতে গরমের দাপট বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

অন্যদিকে রবিবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে রাজ্যজুড়ে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩১ থেকে ৮৬ শতাংশ। 

বসন্তের শুরুটা হয়েছিল অকালবর্ষণ দিয়ে। চলতি সপ্তাহের শুরুতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সে সময় হাওয়া অফিস জানিয়েছিল, বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গেয় বঙ্গে প্রবেশ করছে। সেই কারণেই অসময়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেই সম্ভাবনা আপাতত আর নেই। শুকনো আবহাওয়ায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Previous articleJaleswar Shiva Temple : জলের নিচে রাখা থাকে শিববিগ্রহ, ৮৭০ বছরের প্রাচীন এই মন্দিরের শিবরাত্রিতে ভক্তদের ঢল :দেখুন ভিডিও
Next articleAbhijit Gangopadhyay: বাংলায় রাষ্ট্রপতি শাসন চাই , মোদীর সভায় যাওয়ার আগে বললেন অভিজিৎ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here