Weather Update:গভীর ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে,কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা

0
476

দেশের সময়, কলকাতা: সোমবার সকাল থেকেই মহানগরীর আকাশের মুখ ভার। সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।

সকাল থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। রবিবার রাতেও শহরের বেশ কিছু প্রান্তে বৃষ্টি নেমেছিল। সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার। সোমবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে কলকাতায়। এর জেরে শহরের নীচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। যার জেরে জলনিকাশি ব্যবস্থা নিয়ে ফের পরীক্ষার মুখে পড়তে হতে পারে কলকাতা পুরনিগমকে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ। আর তার জেরে বৃষ্টি রাজ্যের উত্তর থেকে দক্ষিণের প্রায় সবক’টি জেলায় ৷

বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। তা হলে এই সপ্তাহে ভারী বৃষ্টিতে ভিজবে বাংলার মাঠ-ঘাট। ঘূর্ণাবর্তে জেরে উপকূলেও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহওয়া দফতর

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। তবে সার্বিকভাবে ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, গত শুক্র-শনিবার নাগাদই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। গতকাল তা আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘণীভূত হয়েছে নিম্নচাপ।

আর এই নিম্নচাপের জেরেই আগামী ২ থেকে ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশকিছুটা বাড়তে পারে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে কলকাতা-সহ জেলাগুলিতে। নিম্নচাপের জেরে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় চলবে মাঝারি বৃষ্টিপাত।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে অবশ্য হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে ৩ দিন, অর্থাৎ মঙ্গল-বুধ ও বৃহস্পতিবার প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরণের। একইসঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে হালকা বৃষ্টি। সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। তবে এই সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। তবে তারপরের দু’দিন অর্থাৎ শুক্র ও শনিবার তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন দেখা যাবে না উত্তরবঙ্গে।

এদিকে যদি শহর কলকাতার দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, আগামী ২৪ ঘন্টায় তিলোত্তমা মহানগরী ও তার আশপাশের এলাকায় আকাশ মোটের ওপর মেঘলাই থাকবে। মাঝে মধ্যেই চলবে বৃষ্টি। কোনও কোনও জাগয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে জল জমে যেতে পারে। পাশাপাশি বৃষ্টির কারণে রাস্তাঘাটে যানজটের আশঙ্কাও করা হচ্ছে। সেক্ষেত্রে সপ্তাহের প্রথম কাজের দিনে, হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শই দেওয়া হচ্ছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

বর্ষাকালে নিম্মচাপের বৃষ্টিতে অভ্যস্ত পশ্চিমবঙ্গবাসী। কিন্তু এ বছর বর্ষায় তেমন বৃষ্টি হয়নি বললেও চলে। নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিও হয়েছে হাতে গোনা কয়েক দিন। অগস্ট মাসে এত কম বৃষ্টি হয়েছে যা হত কয়েক বছরের নিরিখে রেকর্ড। তবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নগরজীবনে জলযন্ত্রণা দিলেও গ্রামের কৃষকদের মুখে নিশ্চিতভাবে হাসি ফোটাবে এই বৃষ্টি।

Previous articleDurga Puja 2023:বেনিয়াপাড়া সার্বজনীন পুজো কমিটির দুর্গোৎসব-এর থিম প্রকাশিত হল রবিবার, খুঁটি পুজোতে হাজির হলেন বাবুল
Next articleVangiya Swarna Silpi Samiti: স্বর্ণ ব্যবসায়ীর ওপর দুষ্কৃতী হামলা, ডাকাতি, প্রশাসনের নিষ্ক্রিয়তায় প্রতিবাদী অবস্থান বিক্ষোভ বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here