দেশের সময় ওয়েবডেস্কঃ বঙ্গে চলছে পারদের ওঠা নামা। স্লিভলেস পরে সরস্বতী পুজো কাটানোর পরেই আচমকা ফের টুপি-চাদর জড়িয়ে জবুথবু হতে হয়েছে সপ্তাহান্তে।
জানুয়ারির শুরুতেই হাড়কাঁপানো ঠান্ডা পেয়েছে রাজ্যবাসী। তারপর ধীরে ধীরে বেড়েছে তাপমাত্রার পারদ। মাঘ মাসেও মাথার উপর ঘুরেছে পাখা। তুলে রাখতে হয়েছে লেপ-কম্বল, সোয়েটার-টুপি। এদিকে, গত দু’দিন ধরে ফের ফিরল শীতের আমেজ । রবিবারই শীতের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছিল। সোমবার এক ধাক্কায় আরও কিছুটা পারদ পতন শহরে। ফলে শেষবেলায় শীতের দাপুটে স্পেলের দেখা মিলতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
তবে এখনও পুরোপুরি ফিরছে না শীত! বৃহস্পতিবার থেকে ফের শীতের আরও একটা স্পেল ব্যাট চালাবে বাংলায়। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া, উপকূলীয় জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা। তাপমাত্রা অবশ্য ওঠানামা করতেই থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার দু’দিন দু’তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে বৃহস্পতিবার থেকে ফের উত্তুরে হওয়া বইবে। তাপমাত্রা অনেকটাই নামতে পারে। শীতের সেই স্পেল চলবে পরের সোমবার পর্যন্ত।
আজ, সোমবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৮৭ শতাংশ।
কলকাতাতেও কাল থেকে বাড়বে তাপমাত্রা, কার্যত শীত উধাও হবে দু’দিনের জন্য। তবে বৃহস্পতিবার থেকে ফিরবে দিনভর শীতের আমেজ।
আগামী পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হাল্কা বৃষ্টিরও সামান্য সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বিহার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট একটু বেশি হতে পারে।
হাওয়া অফিস জানাচ্ছে, একটি নিম্নচাপ রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘণ্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি ১ ফেব্রুয়ারি নাগাদ গভীর নিম্নচাপ হিসেবে শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং শ্রীলঙ্কা ও সংলগ্ন এলাকায় এর প্রভাব পড়বে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে, ঘন কুয়াশার দাপট রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায়। দৃশ্যমানতা কোথাও শূন্যেও নামতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে আগামী ২৪ ঘণ্টায় অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশা থাকবে আগামীকাল মঙ্গলবারও।
একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। যা ক্রমশ পূর্ব দিকে সরছে। ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোম এবং মঙ্গলবার ব্যাপক তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা। কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার গতিবেগে হাওয়াও বইবে। ব্যাপক তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, কাশ্মীর ভ্যালি, মজফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়।