Vande Bharat: মোদীর বন্দে ভারত এক্সপ্রেসের নয়া স্টপেজের তালিকায় শান্তিনিকেতন

0
582

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রাথমিক সফরসূচির তালিকায় দেখা গিয়েছিল, বন্দে ভারতের স্টপেজের তালিকায় নাম নেই শান্তিনিকেতনের।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে বারসই এবং মালদা টাউনে স্টপেজ কেবল। নয়া ট্রেনের নয়া সফর শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর থেকে। তার আগে বৃহস্পতিবার প্রকাশিত হল নতুন পরিবর্তিত স্টপেজের তালিকা। যেখানে দেখা গিয়েছে, যুক্ত হয়েছে বোলপুর শান্তিনিকেতনের নাম। 

উল্লেখ্য, এই দাবি জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি ছিল, রবি ঠাকুরের কর্মক্ষেত্র, তাঁর স্মৃতি বিজড়িত জায়গা এই বোলপুর। বন্দে ভারতের স্টপেজ হোক সেখানেও। তাতে ছাত্র ছাত্রী সহ বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। 

বৃহস্পতিবারই নতুন সূচি প্রকাশ করা হয়েছে রেলের পক্ষ থেকে। তাতে দেখা গিয়েছে বোলপুরেও দাঁড়াবে এই ট্রেন। বুধবার ছাড়া সপ্তাহের বাকি সব দিনই চলবে বন্দে ভারত। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য সেমি হাইস্পিড এই ট্রেন ছাড়বে সকাল ৫টা ৫৫ মিনিটে, বোলপুরে দাঁড়াবে ৭টা ৪৩ মিনিট থেকে ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত, নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২৫ মিনিটে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য এক্সপ্রেস রওনা দেবে বিকেল ৩ টে ৫- এ, এবং বোলপুর পৌঁছবে মিনিটে ৮টা ২২মিনিটে। হাওড়া ঢুকবে রাত্রি ১০টা ৩৫ মিনিটে। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন।

Previous articleWeather update : হঠাৎ পারদ পতন,শীতের আমেজ রাজ্যজুড়ে, বর্ষশেষে ফের বাড়বে তাপমাত্রা!
Next articleBANGAON BOOK FAIR 2022 : ৪ জানুয়ারি থেকে বনগাঁয় শুরু হচ্ছে জেলা বইমেলা,চলছে প্রস্তুতি: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here