US: ভেঙে পড়ল বিমান,বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়ি!

0
637

দেশের সময় ওয়েবডেস্কঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান। তবে সরাসরি মাটিতে নয়। দুর্ঘটনার পর ছোট আকৃতির বিমানটি ভেঙে পড়ে বিদ্যুতের তারের উপর। তারপর থেকেই গোটা এলাকা অন্ধকারে আচ্ছন্ন। 

ঘটনাটি ঘটেছে আমেরিকার মন্টগোমারিতে। রবিবার রাতে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রায় দশ তলা বাড়ির সমান উচ্চতা থেকে বিমানটি ভেঙে পড়ে। বিমানটি যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সেখানে তখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। বিদ্যুতের তারের উপর বিমানটি ভেঙে পড়ার পর থেকে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকায় প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। 

দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মন্টগোমারি পুলিশের তরফে একটি টুইট করে আবেদন করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ ফেরা না পর্যন্ত বিপর্যস্ত এলাকা সাধারণ মানুষ যেন এড়িয়ে চলেন। 

Previous articleWeather report:সপ্তাহান্তে মিনি শীতের স্পেল দেখবে শহর, হাওয়া বদলের পূর্বাভাস
Next articleKolkata:ত্রিশূলে এফোঁড়-ওফোঁড় যুবকের গলা!সফল অস্ত্রোপচার করল এনআরএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here