দেশের সময় ওয়েবডেস্কঃ ইস্পাতের রাস্তা ! শুনতে অবাক লাগলেও হ্যাঁ, এটাই সত্যি !গুজরাতে তৈরি হল দেশের মধ্যে প্রথম ইস্পাতের রাস্তা। ইঞ্জিনিয়ারদের বুদ্ধিতে তাক লাগানো সাফল্য।

ইস্পাতের রাস্তা বলতে চোখের সামনে যেমন যেমন ভেসে ওঠে ইস্পাত পাতের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে, এই রাস্তা ঠিক তেমন নয়। রাস্তা তৈরিতে ইস্পাতের বর্জ্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, নানা সময়ে কলকারখানা থেকে নানান ইস্পাতের বর্জ্য বের হয়। সেই বর্জ্য রাস্তা তৈরিতে ব্যবহার করা হয়েছে। অন্যান্য দ্রব্যের সঙ্গে ১০০ শতাংশ ইস্পাত ব্যবহার করা হয়েছে।


বেশ কয়েক বছর ধরেই ইস্পাতের বর্জ্য কীভাবে পুনরায় ব্যবহার করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা চলছিল। দেখা গেছে প্রতি বছর ভারতে ১ কোটি ৯০ লক্ষ টন বর্জ্য নিষ্কাশন হয়। সেই বর্জ্য দিয়েই এবার রাস্তা তৈরি শুরু হল। গুজরাত দিয়ে শুরু হয়েছে, অন্যান্য জায়গাতেও এই কাজ শুরু হবে।

ইঞ্জিনিয়ারদের দাবি, ইস্পাত দিয়ে তৈরি রাস্তা অনেক টেকসই হবে। পরীক্ষামূলকভাবে গুজরাতের সুরাতের হাজারি শিল্পাঞ্চলে এই রাস্তা বানানো হয়েছে। ছয় লেনের একটি এক কিলোমিটারের রাস্তা।

বর্ষার সময়ও রাস্তার কোনও ক্ষতি হবে না বলে দাবি ইঞ্জিনিয়ারদের। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক ও নীতি আয়োগের উদ্যোগে এই পাইলট প্রকল্প শুরু হল ভারতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here