দেশের সময়, কলকাতা: আপাতত কম্যান্ড হাসপাতালেই চিকিৎসা হবে রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বৃহস্পতিবার কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষর আর্জি খারিজ করে এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুরেশ প্রসাদ।
আগামী ৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ফলে জ্যোতিপ্রিয় মল্লিককে কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপাতত কোনও বাধা রইল না। এদিন শুনানি শেষে বিচারপতি জানান, এই বিষয়ে ইডির বক্তব্য জানার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা কম্যান্ড হাসপাতালে করানোর নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। ২৭ অক্টোবর বিচারক নির্দেশ দিয়েছিলেন, জরুরি ভিত্তিতে মন্ত্রীর চিকিৎসা কোথায় হবে তার সিদ্ধান্ত নেবে তাঁর পরিবার। বালুর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে কম্যান্ড হাসপাতালে চিকিৎসা করতে হবে।

এ ব্যাপারেই আপত্তি জানায় কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা মন্ত্রীর চিকিৎসা করতে না চেয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। নিম্ন আদালতে এই সমস্যার সুরাহা হয়নি। বরং হাসপাতালের আর্জি খারিজ হয়ে যায়।

তারপরেই বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ।
কম্যান্ড হাসপাতালের বক্তব্য, শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের চিকিৎসা করা হয় এই হাসপাতালে। সাধারণ নাগরিকের চিকিৎসা সেখানে শুরু করলে অন্য নানা ধরনের সমস্যা শুরু হতে পারে। এই পরিস্থিতিতেই তারা উপযুক্ত নির্দেশ চেয়ে উচ্চ আদালতে মামলা করেছেন।

এ প্রসঙ্গে কম্যান্ড হাসপাতালের আইনজীবী অনামিকা পাণ্ডে জানিয়েছেন, ‘‘কম্যান্ড হাসপাতাল সেনার চিকিৎসার জন্য। বাইরের রোগী এলে কর্তৃপক্ষের উপর বাড়তি চাপ পড়ে। তাই সেখানে সাধারণ নাগরিকদের যাতে ভর্তি করানো না হয়, সেই আবেদনে মামলা করা হয়েছে।” পাল্টা হিসেবে এদিন ইউির আইনজীবী আদালতকে জানায়, “কেন্দ্রীয় সরকারের দুই সংস্থা একে অপরের বিরুদ্ধে এভাবে আদালতে আসতে পারে না। এর নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।”

এরপরই আদালত জানিয়ে দেয়, এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে ইডির বক্তব্য জানার পরই সিদ্ধান্ত নেবে আদালত। ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। ততদিন ধৃত মন্ত্রীকে চিকিৎসার জন্য প্রয়োজনে কম্যান্ড হাসপাতালে নিয়ে যেতে পারবে ইডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here