দেশের সময় ওয়েবডেস্কঃ দিন যত বাড়ছে, ততই যেন অসহনীয় হয়ে উঠছে আবহাওয়া।রাতেও এতটুকু স্বস্তি নেই। হাঁসফাঁস গরম।

এদিকে আকাশে মেঘের ছিটেফোটাও নেই। কবে মিলবে একটু স্বস্তি?‌ কবে আসবে কালবৈশাখী?‌ নয়তো অন্তত প্রাক বর্ষার বৃষ্টি?‌

আর চিন্তা নেই, শনিবার থেকেই বৃষ্টি নামতে পারে, কালবৈশাখীর পূর্বাভাসও দিল হাওয়া অফিস !

এবার হিসেব মিলবে কি? এতদিন বৃষ্টি, বৃষ্টি করে চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন মানুষজন। সকলের মুখে একটাই কথা, আর পারছি না, কবে বৃষ্টি নামবে? এতদিন বিভিন্ন সময়ে কালবৈশাখীর পূর্বাভাস দিলেও আবহাওয়ার দফতরের হিসেব মেলেনি। বরং তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনার কথা বলেছিলেন আবহাওয়াবিদেরা।

এতদিনে হয়ত স্বস্তি মিলতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকেই হাওয়াবদল হবে রাজ্যে। পূর্বাভাস মিলে গেলে শনিবার থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। তবে তাপপ্রবাহ চলবে তিন থেকে চার জেলায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির তেজ বাড়বে। দমকা ঝোড়ো হাওয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সুখবরটা শুনিয়েই দিল। বলল, সপ্তাহান্তে বঞ্চিত হবে না পশ্চিমের জেলাগুলো।আবহাওয়া দপ্তর জানাল, ধীরে ধীরে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার থেকেই বদলাবে হাওয়া।

আর কলকাতা?‌ সে কি বঞ্চিত থাকবে?‌ না, নগরবাসীকেও আশার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গে হতে আপরে কালবৈশাখী?

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজ, বৃহস্পতিবারও সাত জেলায় নামতে পারে বৃষ্টি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে খুব বেশি স্বস্তি আসবে না।

আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও হতে পারে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে সম্ভাবনা। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সেই সম্ভাবনা নেই। 

কলকাতায় এই দু’‌ দিন তাপমাত্রার হেরফের হবে না। উল্টে উঠতেও পারে পারদ। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজও সে রকমই থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here