‘‌উষ্ণতম গ্রীষ্ম’‌!‌৫ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা, তাপমাত্রা ছাড়াল ৪৫ ডিগ্রি,এতটা উষ্ণ গ্রীষ্ম আগে দেখেনি দেশ!

দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টাখানেকের মধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস মিলল আজ, বৃহস্পতিবার দুপুরে।

তাপপ্রবাহ চলতে থাকা জেলা বাঁকুড়ার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সন্ধের মধ্যে। বৃষ্টি হবে পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও। এই দুই জেলাও প্রায় দু’মাস ধরে তাপে পুড়ছে।

বস্তুত, তাপপ্রবাহে এবার সব রেকর্ড ব্রেক করেছে বাংলা। একসঙ্গে ১২ জেলায় তাপপ্রবাহ চলছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান– দক্ষিণের এই পাঁচ জেলা এখনই তাপপ্রবাহ থেকে মুক্তি পাবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

গতকাল, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ হওয়ায় সারা দিন অস্বস্তিতে কাটায় শহরবাসী। বৃহস্পতিবারও এর ব্যতিক্রম নয়। তবে, কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগের থেকে কমেছে। চূড়ান্ত অস্বস্তিকর ও ঘর্মাক্ত আবহাওয়া অবশ্য এখনও রয়েছে।

এর মধ্যেই শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে রাজ্যের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ।

এতটা উষ্ণ গ্রীষ্ম আগে দেখেনি দেশ।একথা মেনে নিল আবহাওয়া দপ্তরই। উত্তর–পশ্চিম ভারতে গত ১২২ বছরে গড় সর্বোচ্চ তাপমাত্রা এতটা বাড়েনি। ২০০৪ সালে রেকর্ড হয়েছিল শেষ বার। তখন গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.‌৬৭ ডিগ্রি সেলসিয়াস।

এবার সেই রেকর্ডও ভাঙল। পাঁচ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দেশের বহু অংশ সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।  ভারতীয় আবহাওয়া দপ্তর জানাল, আগামী পাঁচ দিন দেশের বড় অংশে তাপপ্রবাহ হবে। পরের তিন দিন উত্তর–পশ্চিমাঞ্চলের বেশির ভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা দু’‌ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

তার পর সর্বোচ্চ তাপমাত্রা দু’‌ ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, ওডিশায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এসব রাজ্যে বহু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী আরকে জেনামানি জানালেন, মে মাসের শুরু পর্যন্ত এই অসহনীয় আবহাওয়াই থাকবে। তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও তাপমাত্রার পারদ ক্রমেই চড়ছে। বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ওডিশার ২৪টি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। 

৩০ এপ্রিল পর্সন্ত সেখানে বন্ধ থাকবে সব স্কুল। গত কয়েক দিনের মতো আজও দিল্লিতে চলছে দাবদাহ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কাল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা হবে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। 

জম্মু ও কাশ্মীরও এত গরম আগে দেখেনি। জম্মুতে তাপমাত্রা উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।  এই তীব্র গরমে গোটা দেশে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এর মধ্যেই কয়লার সঙ্কটও বেড়েছে। সে কারণে বিদ্যুতেরও তীব্র সঙ্কট তৈরি হয়েছে। মহারাষ্ট্রের তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এখন যা কয়লা মজুদ রয়েছে, তা দিয়ে আর মাত্র দু’‌দিন বিদ্যুৎ তৈরি হবে। রাজস্থানে রোজ চার ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। গুজরাট, অন্ধ্রেও একই অবস্থা।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here