সন্দীপন হালদার ,বনগাঁ: বর্তমান পরিস্থিতিতে রুজি-রুটির এক বিকল্প মাধ্যম হয়ে উঠেছে ফোটোগ্রাফি। ফোটোগ্রাফি ও ফোটোগ্রাফারকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর ২৪ পরগনা ফোটোগ্রাফার অ্যাসোসিয়েশন এর বনগাঁ ইউনিটের।

মঙ্গলবার বনগাঁ নীলদর্পণ পেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো ফোটোগ্রাফার অ্যাসোসিয়েশন -এর বনগাঁ ইউনিটের পঞ্চম বার্ষিকী সম্মেলন।

বনগাঁ ইউনিটের সভাপতি দীপক কুমার পাল বলেন, সম্মেলনের মূল উদ্দেশ্য হল, মফস্বল শহর বা পিছিয়ে পড়া গ্রাম থেকে উঠে আসা ফোটোগ্রাফার ও তাঁদের ফোটোগ্রাফিকে সঠিক মূল্যায়ন করা এবং একই সঙ্গে তাদের ফোটোগ্রাফি কাজকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলে সংগঠিত হওয়া ৷

একজন চিত্র সাংবাদিকের যে স্বীকৃতি দেওয়া হয়েছে তেমনভাবে একজন অন্য ফোটোগ্রাফার যিনি সামাজিক অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন, জন্মদিন , বিবাহের ফোটোগ্রাফি করে তার স্বীকৃতি নেই । তাঁদের স্বীকৃতি দেওয়াই ছিল এই সম্মেলনের অন্যতম মূল উদ্দেশ্য। এর পাশাপাশি সকল ফোটোগ্রাফারকে উৎসাহিত করা ।

প্রযুক্তির উন্নতির সাথে ফোটোগ্রাফিকে উন্নত করার লক্ষ্যে সচেষ্ট হন অ্যাসোসিয়েশনের নেতৃত্ববৃন্দরা ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশনের কার্যকরী সম্পাদক অভিজিৎ ব্যানার্জি,কনভেনার সত্যরঞ্জন সাউ , সম্পাদক পার্থসারথি চক্রবর্তী। তাছাড়াও বনগাঁ ইউনিটের সভাপতি দীপক কুমার পাল সেক্রেটারি দীপঙ্কর সাহা ।

নদিয়া,হুগলী, মুর্শিদাবাদ জেলার নেতৃত্বরা এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলা বনগাঁসহ ১৮ টি ইউনিট, হাবড়া, বসিরহাট, বারাসত,নৈহাটি, বিজপুর,মধ্যমগ্রাম,দমদম, নিউ ব্যারাকপুর, বারাকপুর, কাকিনারা জগদল,সোদপুর খরদা,বাগদাহ, গাইঘাটা থেকে প্রায় তিনশত( ৩০০) ফোটোগ্রাফার উপস্থিত ছিলেন এদিন ৷

এদিন ফোটোগ্রাফার অ্যাসোসিয়েশন -এর বনগাঁ ইউনিটের পঞ্চম বার্ষিকী সম্মেলন উপলক্ষ্যে নৃত্যও সংগীতের অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here