রাস্তাঘাটে এমন অনেক দৃশ্য চোখে পড়ে যার মধ্যে কোনও একটা গল্প লুকিয়ে থাকে। তা আনন্দ বা কষ্টেরও হতে পারে। আবার অনুপ্রেরণা বা সাফল্যেরও। আপনার দূরদর্শিতাই বলে দেবে আপনি এক জন ভাল ফোটোগ্রাফার। একটা ছবির মধ্যে লুকিয়ে থাকে অনেক না-বলা কথা। একটা ছবি হয়ে উঠতে পারে যোগাযোগের মাধ্যম। একটা মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে অনন্তের দিকে ধাবিত হয়। ক্যামেরা বা লেন্স উন্নতমানের হলেই যে ভাল ছবি আসবে, তা নয়। ফোটোগ্রাফিক সেন্স থাকাটা অত্যন্ত জরুরি। একটা দৃশ্য নানা দিক থেকে নানারকম দেখায়। আপনার দেখার চোখই বলে দেবে ঠিক কোন জায়গা থেকে সেরা ছবিটি উঠবে। যাঁরা মুহূর্তকে লেন্সবন্দি করতে ভালবাসেন, তাঁরা নিশ্চয়ই চান, তাঁদের তোলা ছবিটি হয়ে উঠুক পিকচার পারফেক্ট। সেই সমস্ত ফোটোগ্রাফার দের জন্য দেশের সময়- এর উপস্থাপনা “ছবির গল্প”।” তাহলে আর অপেক্ষা কেন! আপনার তোলা প্রিয় ছবিগুলির সঙ্গে গল্প লিখে পাঠিয়ে দিন ” দেশের সময়” এর দফতরে : e-mail- deshersamay@deshersamay@gmail

Photo Story ছবির গল্প

Сон -трава. ঘাস ফুল , ঘুম হল কী তোমার?
Отдых на болоте… অনেক উড়েছো এবার বিশ্রাম নাও!
На закате майского дня …মে দিবসে সূর্যাস্তের সময়৷
У гнезда… আমি এখন আমার বাসায়৷
На закате дня… পড়ন্ত বিকেলে ভাসতে ভাসতে চলো আরও দূরে..
Встреча на поляне… গ্লাডে মিটিং৷
Вечер в городе…. শহরে যখন সন্ধ্যা নামল।
У дуба под гнездом скворцов… অট্টালিকার নীচে ও কে !

রাশিয়া থেকে ছবির গল্প পাঠিয়েছেন- ভ্লাদিমীর শোসিন Sent Photo Story from Russia – Photographer – VIadimir Shoshin.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here