দেশের সময় ওয়েবডেস্কঃ ‘ সন্ধান চাই!তৃণমূল সাংসদ নুসরত জাহান নিখোঁজ। বসিরহাটের অন্তর্গত হাড়োয়া বিধানসভার চাঁপাতলা ও কেয়াডাঙা পঞ্চায়েত এলাকায় ছয়লাপ এই পোস্টারে পোস্টারে ৷
দেখা গেছে কোনও পোস্টারে লেখা, ‘বসিরহাটের এমপি নুসরত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ নীচে লেখা, ‘প্রতারিত জনগণ’।
কোনও পোস্টারে আবার লেখা ‘বসিরহাটের এমপি নুসরত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ পোস্টারের নীচে লেখা, ‘প্রচারে তৃণমূল’। দলীয় সাংসদের নামে এমন পোস্টার দেখতে পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তড়িঘড়ি তা ছিঁড়ে ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে এই পোস্টার দেওয়ালে লাগিয়েছে কেউ বা কারা। তবে বিষয়টি তাঁরা নৈতিকভাবে সমর্থন করছেন বলে জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ।
পোস্টার পড়ার খবর পাওয়া মাত্রই এলাকা ঘুরে সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলার নির্দেশ দেন চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। তিনিও বলেছেন, ‘ভোটের পর থেকে সাংসদ নুসরতকে সাধারণ মানুষ কাছ থেকে পায়নি। সে কারণে ক্ষোভ তৈরি হয়েছে।
এই পোস্টার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।’ সাংসদের এলাকায় না আসা নিয়ে দলের কর্মী–সমর্থকদের মধ্যে যে ক্ষোভ রয়েছে তা-ও তিনি স্বীকার করেছেন। স্থানীয় বিজেপি ও সিপিএম নেতৃত্ব বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে।