North 24 Pargana News: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি হলেন বিধায়ক নারায়ণ গোস্বামী

0
851

.দেশের সময় : নির্বিঘ্নে মিটল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

বুধবার ছবিগুলিতুলেছেন কুমার বসু৷

পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে বেশ অনেকদিন হল। ফলাফল সামনে আসার পর থেকেই জেলা জুড়ে জল্পনা তৈরি হয়েছিল জেলা পরিষদ গঠন নিয়ে। কে হবেন সভাধিপতি, কে পাবেন কোন পদ তা নিয়েও ছিল জোর চর্চা। অবশেষে বুধবার গঠন হল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। আর সেই উপলক্ষেই বসেছিল চাঁদের হাট। রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা এদিন উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদ গঠন অনুষ্ঠানে। এদিন এই অনুষ্ঠানের জন্য সাজিয়ে তোলা হয় জেলা পরিষদ ভবন। জেলা সভাধিপতির পদ পেলেন অশোকনগরের বিধায়ক তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা নারায়ণ গোস্বামী।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তাপস রায়, নির্মল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। বহু সাধারণ মানুষও এইদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বারাসত জেলা পরিষদ ভবনে। এখানেই এদিন দায়িত্ব পথ তুলে দেওয়া হয় সভাপতি নারায়ণ গোস্বামীর হাতে।

সহ-সভাপতি হলেন বিনা মণ্ডল। এদিন নতুন দায়িত্ব পেয়ে নারায়ন গোস্বামী বলেন, ‘জেলার প্রতিটি অংশই আমার চেনা। ফলে কাজ করতে কোনও অসুবিধাই হবে না।তবে বাড়তি দায়িত্বটি কে গুরুত্ব দিয়েই পালন করব আমি। কোনও খুঁত রাখব না কাজে’।

সব মিলিয়ে নতুন জেলা পরিষদ এখন কিভাবে উন্নয়নের কাজ করে সেদিকেই তাকিয়ে জেলার সাধারণ মানুষ।

Previous articleSchool: স্বাধীনতা দিবস পালিত হয়নি ক্ষোভে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা: দেখুন ভিডিও
Next articleWeather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ ! ফের দক্ষিণবঙ্গে বড় হাওয়া বদলের পূর্বাভাস ! ঠিক কী জানা যাচ্ছে? দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here