দেশের সময় ওয়েবডেস্কঃ ৪ পুরনিগমে বড় জয় সময়ের অপেক্ষা৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বড় জয়ের পরেও দলের নেতা, কর্মীদের বিনয়ী হওয়ার বার্তা দিলেন৷ শুধু তাই নয়, আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৭টি পুরসভার যে নির্বাচন রয়েছে, তাতেও কেউ আইন হাতে তুলে নিতে পারবে না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ একটি সর্বভারতীয় টিভি চ্যানেল-কে দেওয়া প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তা, ‘মানুষের রায় আমরা মাথা পেতে নেবো৷’

বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরনিগমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের পথে এগোচ্ছে তৃণমূল৷ এই জয়ের জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

টিভি চ্যানেলকে দেওয়া প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি আমার দল, দলের প্রত্যেকটা কর্মী, মানুষের কাছে, তৃণমূল কংগ্রেস পরিবারের কাছে কৃতজ্ঞ৷ মানুষের আশীর্বাদের দাম যেন আমরা দিতে পারি৷ আমরা যত জিতব তত যেন আমরা নম্র হই৷ চারটি কর্পোরেশনেই যাঁরা জিতেছেন তাঁরা সুন্দর ভাবে গ্রিন অ্যান্ড ক্লিন কর্পোরেশন গড়ে তুলুন৷ নির্মাণ, সবুজায়ণ একসঙ্গে চলুক৷ বিশ্বায়ন সবুজায়ণ ছাড়া হয় না৷ আমি নিজে সবুজায়ন ভালবাসি৷’

একই সঙ্গে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, কোভিড পরিস্থিতির মধ্যে কোথাও কোনও বিজয় মিছিল হবে না৷
আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৭টি পুরসভার নির্বাচন রয়েছে৷ মুখ্যমন্ত্র আমি চাই নির্বাচন হবে শান্তিপূর্ণ৷

কোনও নির্বাচনে কোথাও কেউ আইন হাতে নেবেন না৷ মানুষ জেতালে জিতব, নাহলে মানুষের রায় মাথা পেতে নেবো৷ এবারেও আমরা কোথাও কোনও গন্ডগোল করতে দিইনি৷ বিধাননগরে গত বার গন্ডগোল হয়েছিল এবার করতে দিইনি৷ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে৷ এই জয় আমাদের বাকি পুরসভাগুলিতেও জিততে সাহায্য করবে৷’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here