দেশের সময় ওয়েবডেস্কঃ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনও হয়নি। তবে প্রত্যেকটি রাজনৈতিক দল, নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। যুযুধান দলগুলির নির্বাচনী রণকৌশল কী হবে – তা নিয়েও চলছে চর্চা। দেশজুড়ে ভোটের হাওয়া কোন দিকে বইছে? মানুষ কী ভাবছেন? শাসক না বিরোধী, কাদের ইস্যু ভোটারদের মনে ছাপ ফেলতে পারল?

সন্দেশখালিকাণ্ড নিয়ে খবরের শিরোনামে রাজ্য। এখনও অধরা শেখ শাহজাহান। তার উপর বাংলার সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে যাচ্ছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, লোকসভা ভোটের মুখে এই ঘটনা চাপে ফেলতে পারে শাসকদলকে। কিছুটা তেমনই ইঙ্গিত মিলল একটি জনমত সমীক্ষায়। যেখানে দেখা যাচ্ছে, ১৮তম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমবে। ভোটের হারেও বেশ কিছুটা ধাক্কা খেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

লোকসভা ভোট নিয়ে একের পর এক জনমত সমীক্ষা প্রকাশ্যে আসছে। এবার বাংলার পরিস্থিতি নিয়ে সমীক্ষা চালাল দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ সংস্থা। এই ওপিনিয়ন পোল বলছে, বাংলায় তৃণমূল এবার বেশ কিছুটা ব্যাকফুটে। ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে নতুন করে উত্থান হবে পদ্ম শিবিরের। বাড়বে আসন সংখ্যা। এমনকী, এই সমীক্ষা অনুযায়ী, বিজেপি-র জয়ী সাংসদের সংখ্যা শাসকদলের পরিসংখ্যান ছাপিয়ে যাবে।

দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ -এর জনমত সমীক্ষা অনুযায়ী, বাংলায় এ বার শোচনীয় অবস্থা হবে তৃণমূলের। দ্বিতীয় স্থানে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ভোটের হার হতে পারে ৩১.৮৬ শতাংশ। তৃণমূল জিতবে ১৩টি আসন। ২০১৯ সালের তুলনায় যা ন’টি কম। ভোটের হার কমবে ১১ শতাংশ।

এদিকে, দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪-এর ওপিনিয়ন পোল বলছে, বাংলায় বিজেপি পেতে পারে ৪১.৭৮ শতাংশ ভোট। আসন জিততে পারে ২৯। যা গতবারের তুলনায় ১১টি বেশি। পদ্ম শিবিরের ভোটের হারও বাড়বে এক শতাংশ।

পাশাপাশি, তৃণমূল এবং বিজেপি  ছাড়া বাংলায় আর কোনও দলের ভাগ্যে আসন নেই। জোটসঙ্গী সিপিআইএম -এর মতো কংগ্রেসও শূন্যতেই আটকে পড়বে বলে ইঙ্গিত এই জনমত সমীক্ষায়। তাদের ভোটের হার কমবে এক শতাংশ। এদিকে, বামেদের রক্তক্ষরণ অব্যাহত থাকবে। চার শতাংশ ভোট কমবে সিপিআইএম-এর। জুটবে না একটিও আসন।

যদিও দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ সংস্থা ছাড়াও আরও একাধিক ওপিনিয়ন পোল সামনে এসেছে। বাংলার পরিস্থিতি নিয়ে মানুষের মতামত গ্রহণ করা হয়েছে। মুড অফ দ্য নেশনের জনমত সমীক্ষা অনুযায়ী, আগেরবারের মতো ২২টি আসন পাওয়ার সম্ভাবনা তৃণমূলের। তবে আসন সংখ্যা বাড়বে না শাসকদলের। লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি পেতে পারে ১৯টি আসন। মুড অফ দ্য নেশন এই জনমত সমীক্ষা প্রকাশ করেছে ফেব্রুয়ারি মাসে।

TV-CNX-এর সমীক্ষায় দেখা যাচ্ছে, ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১০টি আসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩০টি আসন। বিজেপি-র ভাগ্যে যেতে পারে ৩৬ শতাংশ ভোট। তৃণমূল পেতে পারে ৪৮ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ছয় শতাংশ ভোট এবং কংগ্রেস পেতে পারে সাত শতাংশ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here