উৎসব মুখর বাঙালীদের আনন্দে ভাটা পড়ে না কোনও কালেই। বারো মাসে তেরো পার্বণের দেশে আহ্লাদের শেষ নেই। কলকাতার গিরিশ পার্কের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল আমরাই উমা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি গৃহবধুদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছিল। নতুন নতুন কর্মসংস্থানের দিশা দেখাতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে খবর।
“আমরাই উমা” সংগঠনের সদস্যাদের কথায়, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এখন রাজ্য সরকারের সাফল্যের মুকুটে অনন্য এক পালক। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাত ধরে বাজারে ফেরত আসছে হারিয়ে যাওয়া গ্রামীণ শিল্পের সম্ভার। তাঁদের হাতের কাজের সম্ভার কলকাতার ঝাঁ চকচকে শপিং মলে যেমন পাওয়া যাচ্ছে, তেমনই সে সব সামগ্রী রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিচ্ছে দেশের অন্য প্রায় সব প্রান্তে। তাই গৃহবধূরা যাতে সমাজে আরও এগিয়ে যেতে পারেন এবং আর্থিকভাবেও সচ্ছল হতে পারেন তার জন্য এই প্রয়াস ।
এই মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এই মেলায় প্রতিটি স্টল প্রতিটি জিনিস গৃহ বধূদের হাতে তৈরি । “আমরাই উমা” , অনুষ্ঠানটির প্রধান লক্ষ হল গৃহ বধূদের পাশে দাঁড়ানো, তাদের স্বনির্ভর করে তোলা ।
দেখুন ভিডিও