অর্পিতা বনিক, বনগাঁ:

মা দয়াময়ী। তিনিই আবার দেবী কালিকা। অশুভ শক্তির বিনাশকারিণী ভয়ঙ্করী। আবার স্নেহে কাছে ডেকে নেন তাঁর ভক্তকে। তাঁর আশীর্বাদে সুখ সমৃদ্ধি আসে ভক্তের জীবনে।

এখন সমাজ বদলেছে। বদলেছে পরিবারের গঠন, বদলে গিয়েছে পাড়ার ধারণাও ৷ তবে বনগাঁয় দুর্গা পুজোর মতো কালীপুজোর তেমন চল না থাকলেও সাবেকি পুজো হিন্দুমহাসভার পুজো ঘিরে স্থানীয় মানুষের ভক্তি ও টানে ভাটা পড়েনি৷ এই পুজোকে ঘিরে বনগাঁর মানুষের বনেদিয়ানা চোখে পড়ার মতো। এবার ৭৭ তম বর্ষের পুজো ঘিরে রয়েছে স্থানীয় মানুষের উন্মাদনা ৷ ১৮ ফুট দৈর্ঘের প্রতিমার শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে জোর কদমে , প্রতিমা শিল্পী প্রদীপ ভট্টাচার্য্য৷ দেখুন ভিডিও

দুর্গাপুজো শেষ। এবার মা-এর নারীশক্তি রূপে কালী পুজো। দুর্গাপুজো যতটা হইহুল্লোড় করে পার করে বাঙালি, ঠিক ততটাই আনন্দে পার করে কালীপুজোও। দীপাবলি মানেই আলোর উৎসব, তাতে মেতে ওঠে গোটা দেশের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here