- সৃজিতা শীল, কলকাতা:
পশ্চিমবঙ্গের কারিগরদের তৈরি হাল্কা সোনার গয়না বিশ্বের বাজারে বিশেষ ভাবে জনপ্রিয়। কিন্তু সেই গয়নার সিংহভাগই এখানকার বিক্রেতাদের রফতানি করতে হয় মুম্বই, চেন্নাই-সহ আরও কিছু রাজ্যের রফতানিকারীদের মাধ্যমে। যার ফলে মুনাফার একটা বড় অংশই হাত ছাড়া হয়ে যায় রাজ্যের গয়না ব্যবসায়ীদের। দেখুন ভিডিও
শিল্প মহলের মতে, বিশ্বের ক্রেতাদের সঙ্গে যোগাযোগের অভাবেই এই লোকসান স্বীকার করতে হচ্ছে তাঁদের। সেই পরিস্থিতিই এ বার বদলাতে উদ্যোগী হয়েছে তারা।
এ জন্য কলকাতায় মিলন মেলায় ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল জুয়েলারি শো’ প্রদর্শনীর আয়োজন করেছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি এবং বড়বাজার জেম অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশন। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের পাইকারি গয়নার ক্রেতাদের।
লক্ষ্য, রাজ্যের কারিগরদের হাতের কাজ তুলে ধরে গয়নার আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন করা।