Jalpaiguri Storm রবিবার রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী ,ঝড় বিধ্বস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন

0
117

দেশের সময় ওয়েবডেস্ক ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্দেশে রবিবার রাতেই রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। সূত্রের খবর, স্পেশাল ফ্লাইটে রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গে দু-তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। রবিবার বেলা সাড়ে ৩ টে নাগাদ জলপাইগুড়ি জেলায় ব্যাপক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়েই ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

রবিবার নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) মুখ্যমন্ত্রী মমতা লিখেছিলেন, ‘‘জেনে দুঃখ পেলাম যে হঠাৎ ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ায় আজ বিকেলে জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় কিছু বিপর্যয় ঘটেছে। যার মধ্যে মানুষের প্রাণহানি, আহত হওয়া, বাড়ির ক্ষয়ক্ষতি, গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া ইত্যাদি রয়েছে।’’ মুখ্যমন্ত্রী জানান, জেলা এবং ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। চলছে ত্রাণ সরবারহ। ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।


সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘‘জেলা প্রশাসন নিয়মানুযায়ী এবং লোকসভা ভোটের আদর্শ আচরণ বিধি অনুসরণ করে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেবে।’’ মমতা লেখেন, ‘‘আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছি এবং আমি নিশ্চিত যে জেলা প্রশাসন উদ্ধার ও ত্রাণ প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।’’

আহতের সংখ্যা অন্তত ২০০। ঘটনায় সোশ্যাল মাধ্যমে আগেই শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার নিজেই জলপাইগুড়ি যাচ্ছেন তিনি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। আহতদের দেখতে লোকসভা ভোটে জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় জলপাইগুড়ি হাসপাতালে যান। তিনি জানান, দু’জনের মৃত্যুর খবর পেয়েছেন। দ্রুত উদ্ধারকাজ চলছে।

জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। ময়নাগুড়িতে ৫০০ গ্রাম ওজনের শিল পড়েছে বলে দাবি এলাকাবাসীদের। মাত্র কিছুক্ষণের ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়।  ঘটনার পর প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে জানান, নির্বাচনী আদর্শ বিধি অনুসরণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার।

এই মুহূর্তে জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং কিউআরটি দল বিপর্যয় মোকাবিলায় কাজ করছে। ত্রাণ সরবরাহ চলছে। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের দেখতে সোমবার বিকেলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

ঝড়ের পর উদ্ধারে নামে পুলিশ, দমকল। বিভিন্ন ব্লকের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন প্রশাসনের আধিকারিকেরা। জলপাইগুড়ি শহরে ঝড়ের পর পরিস্থিতি মোকাবিলায় নেমেছে পৌরসভা। স্থানীয় সূত্রের খবর, ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে,  ঝোড়ো হাওয়ায় চাল উড়ে গেছে। বিদ্যুতের তারের উপর গাছ পড়ে গোটা এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

Previous articleMamata Banerjee : ‘কী অত্যাচার করেছে দেখেছেন, ইতিহাস ভুল গেলেন?’ মোদীকে কটাক্ষ করে মমতার হুঁশিয়ারি, বাংলায় বিজেপিকে গোহারান হারাব 
Next articleAmar Labangolata বাপী লাহিড়ীর সুরে ‘আমার লবঙ্গলতা’ র মিউজিক প্রকাশ পেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here