২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।
টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত।
অস্ট্রেলিয়া টানা আটটি ম্যাচ জিতেছে।
পরপর দু’বারে দু’উইকেট। মোদী স্টেডিয়ামের গ্যালারি স্তব্ধ। প্রথম জন রোহিত শর্মা, দ্বিতীয় জন শ্রেয়স আইয়ার।
মাত্র ৪ রান করেই ফিরলেন শ্রেয়স। তৃতীয় উইকেট হারিয়ে চাপে ভারত।
শুরুটা ভাল করেও চাপে পড়ে গেল ভারত। চাপ বাড়ল বিরাট কোহলির ওপর।
দেশের সময়: বিশ্বকাপ ফাইনাল মজে উঠেছে আমদাবাদ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারলেন রোহিত শর্মা। অজি অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন।
২০ বছর পর ফের ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে খেলছে। ২০০৩ সালে ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। সেই আক্ষেপ আজও ভোলেনি ভারতবাসী। মাঝে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ জিতে নেন। ফের একবার ভারতের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার।
World Cup Final 2023, India vs Australia Live Score in Bengali: ২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। এ বার ভারত অতীতের বদলা নিক। এই আশায় বুক বাঁধছে দেশবাসী। আজকে যেন অঘোষিত ছুটি ভারতে। রবি-দুপুরের বড় চমক বিশ্বকাপ ফাইনাল। আশা, আশঙ্কা সবকিছু সঙ্গে করেই ফাইনাল ম্যাচে চোখ ক্রিকেটপ্রেমীদের। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য, অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।
বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ চড়েছে গোটা দেশজুড়ে – কি বলছেন ক্রিকেট প্রশিক্ষক নির্মাল্য সেন গুপ্ত এবং সৌমেন বোস দেখুন ভিডিও
ভারতজুড়ে আজ উৎসবের মেজাজ। কিন্তু বিশ্বকাপের মঞ্চে অজিরা সবসময় ভয়ঙ্কর। তাই তাদের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছেন কোচ রাহুল দ্রাবিড় এখন সেটাই দেখার। তবে ফাইনালে প্রথম একাদশ পরিবর্তনের ঝুঁকি নিলেন তিনি। একই দল রেখেই ফাইনালে নামল ভারত।
অনেকেই ভেবেছিলেন, এই ম্যাচে হয়তো রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে ভারত। তাতে লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতা বাড়বে। কিন্তু অশ্বিনকে ছাড়াই রোহিতরা ফাইনালে নামেন।
বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ চড়েছে গোটা দেশজুড়ে – কি বলছেন ক্রিকেট প্রশিক্ষক নির্মাল্য সেন গুপ্ত এবং সৌমেন বোস দেখুন ভিডিও