Holi: ত্বক, চোখ বাঁচিয়ে দোল উৎসবে মাতুন

0
132
পৌলমী ব্যানার্জি দেশের সময়

বসন্তের উৎসবে নিজেকে রাঙিয়ে তুলতে প্রস্তুত তো? দোল কিংবা হোলিতে বাঁধন ছাড়া উচ্ছ্বাসে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন ধরণের স্কিন ডিসিজ৷ অনেক সময় হুল্লোড়ের মাঝে চোখেও রং ঢুকে যায় ৷ আর তার জেরেই রং খেলা পন্ড হয় ৷ নির্দ্বিধায় আবির কিম্বা রং খেলার জন্য বেশ কয়েকটা টিপস মাথায় রাখলেই চিন্তা মুক্ত আপনি৷ 

রঙের উৎসবে মেতে ওঠার মধ্যেও বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে বলে জানাচ্ছে চিকিৎসক মহল ৷ দেশের সময়-এ এই বিষয়েই বেশ কিছু পরামর্শ দিলেন চিকিৎসক নিবেদিতা বসু৷ তাঁর মতে, “যে ধরণের আবির আগে বাজারে পাওয়া যেতে তাঁর থেকে মান অনেকটাই কমেছে এখনকার আবিরের তাই সেক্ষেত্রে ভেষজ আবির ব্যবহার করা শ্রেয়৷ যদি কোনওভাবে চোখে রং চলে যায়, তবে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে চোখ ধুয়ে ফেলতে হবে ৷

অন্যদিকে স্কিনের ক্ষেত্রে ভালোভাবে ক্রিম মেখে রং খেলতে যাওয়া প্রয়োজনীয় ৷” এরপরেও কোনওধরনের সমস্যা দেখা দেয় তবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান তিনি৷

Previous articleKanika Banerjee জন্মশতবর্ষে শ্রদ্ধা: কণিকা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র-কণিকায় অতীন্দ্রিয় জগৎ
Next articleWeather Updateহোলির সন্ধ্যায় বজ্রপাত, ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here