Himachal Pradesh Election Results 2022 : হিমাচলে ম্যাজিক ফিগার পার কংগ্রেসের

0
865

দেশের সময় ওয়েবডেস্কঃ হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ৷

সকাল থেকেই লড়াই চলচ্ছিল। কিন্তু বেলা ১২টার আগেই হিমাচলপ্রদেশে বিজেপির থেকে বেশ কিছুটা এগিয়ে গেল কংগ্রেস ৷

দুপুর ১২টার সময় ৬৮ আসনের হিমাচলে ৩৯টায় এগিয়ে কংগ্রেস। ২৬টি আসনে এগিয়ে বিজেপি। এই প্রতিবেদন লেখার সময়ে যে ট্রেন্ড রয়েছে তা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে হিমাচল হাতছাড়া হবে বিজেপির। গেরুয়া দখল থেকে পাহাড়ি রাজ্যটি ছিনিয়ে নেবে কংগ্রেস।

তবে সকাল থেকে অল্প আসনে এগিয়ে-পিছিয়ে যাওয়া চলছিল কংগ্রেস ও বিজেপির মধ্যে। কখনও এমনও দেখা যায় দু’দল সমান সংখ্যক আসনে এগিয়ে রয়েছে। তবে ১২টার মধ্যেই সেই ব্যবধানটা বেশ কিছুটা বাড়িয়ে নিল কংগ্রেস।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখ রামের পুত্র অনিল শর্মা বিজেপির প্রার্থী হয়েছিলেন হিমাচল প্রদেশের গুরুত্বপূর্ণ কেন্দ্র মাণ্ডিতে। তাঁর বিপক্ষে কংগ্রেস প্রার্থী করেছিল তারকা নেতা চম্পা ঠাকুরকে। চম্পা হিমাচলের সাতবারের বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী ঠাকুর কওল সিংহের কন্যা।  নিজেও দু’টি জেলা পরিষদের প্রতিনিধিত্ব করেছেন। তবে মাণ্ডিতে চম্পাকে ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দিলেন অনিল। চম্পা ২০ হাজার ৪২৪ ভোট পেয়েছেন। যে খানে অনিলের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩০ হাজার ২০৪।

যে আসনগুলিতে কংগ্রেস এগিয়ে রয়েছে তার কয়েকটায় ব্যবধান সামান্য। ফলে সার্বিকভাবে ফলাফল টেবিল আবার কখন বদলে যাবে কেউ বলতে পারে না। এখন দেখার শেষ পর্যন্ত কী হয়।

প্রসঙ্গত, হিমাচলপ্রদেশ বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নিজের রাজ্য। ওদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে হইহই করে জিতছে বিজেপি। কিন্তু সভাপতির রাজ্য যদি হাতছাড়া হয় তাহলে তা তাঁর কাছেও খুব একটা সম্মানজনক হবে না।

Previous articleWeather Update: ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, বাংলায় কি বৃষ্টি হবে?
Next articleGobardanga Railway Station: শুভ জন্মদিন গোবরডাঙা স্টেশন! মধ্যরাতে কেক কেটে ১৪০তম জন্মদিন পালন করলেন তরুণ-তরুণীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here