দেশের সময় ওয়েবডেস্কঃ মাদক পাচারের বড়সড় চেষ্টা রুখে দিল গুজরাতের জঙ্গি দমন শাখা (এটিএস) ও রাজস্ব দফতরের অফিসাররা (ডিআরআই)। প্রায় ৯০ কিলোগ্রাম হেরোইন যার বাজার দর ৪৫০ কোটি টাকা, পাচারের চেষ্টা হচ্ছিল গুজরাত বন্দর দিয়ে।
মাদক পাচারের নানা অভিনব কায়দা ইদানীংকালে সামনে এসেছে। এই বিপুল পরিমানে হেরোইন যে কৌশলে পাচারের চেষ্টা হচ্ছিল তা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারী অফিসারদের।
এটিএসের অফিসাররা বলছেন, খালি চোখে দেখলে ধরা অসম্ভব। বান্ডিল বান্ডিল সুতোর মধ্য়ে মেশানো ছিল হেরোইন । গুজরাতের পিপাভাব বন্দরের একটি শিপিং কন্টেনারে সুতোর বান্ডিলেই ছিল কোটি কোটি টাকার হেরোইন। জানা গেছে, ইরান থেকে এসেছিল ওই কন্টেনার।
গুজরাতের ডিজিপি আশিষ ভাটিয়া বলছেন, পুরিয়া বা পাউচে হেরোইন পাচারের চেষ্টা হলে তা ধরা পড়ে যেত। পাচারকারীরা তাই অন্য কৌশল নেয়। হেরোইনের মিশ্রণে চোবানো হয় সুতোর বান্ডিল। তারপর সেগুলো শুকিয়ে নিয়ে প্যাকিং ব্যাগে ভরে পাচার করা হচ্ছিল। খালি চোখে দেখলে মনে হবে সুতোর বান্ডিল যাচ্ছে, আসলে সুতোর মধ্যেই মাখানো আছে হেরোইন।
➡️ DRI seizes 395 kg of thread laced with heroin at Pipavav Port, Gujarat.
— CBIC (@cbic_india) April 29, 2022
➡️ DRI crackdown on drug smuggling syndicates results in seizure of more than 3,300 kg of Heroin, 320 kg of Cocaine and 230 kg of Hashish between Jan & Dec 2021.
Read more 🔗 https://t.co/7mOtOC20HD pic.twitter.com/zeonMAt900
ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন, খবর ছিলই ইরান থেকে কোটি কোটি টাকার মাদক পাচারের (Heroin Seized) চেষ্টা হচ্ছে। সুতোর ব্যাগগুলো পাঁচ মাস আগে পিপাভাব বন্দরে আসে। সেগুলো ওজন করার সময়েই সত্যিটা সামনে আসে। মাত্র চারটে ব্য়াগের ওজন ছিল ৩৯৫ কেজি। তাতেই সন্দেহ হয়। পরীক্ষা করে সুতোর মধ্য়ে মাখানো হেরোইনের খোঁজ মেলে। ওই বান্ডিলগুলো থেকে ৯০ কেজি হেরোইন উদ্ধার হয়েছে যার বাজারদর ৪৫০ কোটি টাকা।
পুলিশ জানাচ্ছে, এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িত। পাচারকারীদের খোঁজ শুরু হয়েছে।