দেশের সময় ওয়েবডেস্কঃ অসহ্য গরমে হাঁসফাস শহরবাসী।

রবিবার তাপপ্রবাহে পুড়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা। সোমবার দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গেই নয়, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

দক্ষিণবঙ্গের ১৩টি জেলা এবং উত্তরবঙ্গের তিনটি জেলায় তাপপ্রবাহ চলতে পারে। চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। উপরন্তু উত্তর-পশ্চিমা বায়ু জোরদার থাকায় লু-বইতে পারে।

গোটা দক্ষিণবঙ্গে একই দৃশ্য। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। রাতেও এতটুকু স্বস্তি নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।  তবে শুধু দক্ষিণবঙ্গে নয়, তীব্র গরম এবার থাবা বসাচ্ছে উত্তরবঙ্গেও। সেখানেও কিছু জেলায় আগামী কয়েক দিন হবে তাপপ্রবাহ। জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বঙ্গবাসীর চোখ এখন আকাশে। কবে নামবে স্বস্তির বারি?‌ আবহাওয়া দপ্তর আশা দিতে পারেনি। আগামী কয়েক দিন এ রকমই অসহ্য গরম থাকবে। তাপমাত্রা ক্রমেই চড়বে। আর বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। কালবৈশাখীরও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজ ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। 

 শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হতে পারে তাপপ্রবাহ। সেগুলো হল মালদা, দক্ষিণ দিনাজপুর। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি বা স্থানীয় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫–৬ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে সেখানে তাপপ্রবাহ ঘোষণা করে ভারতীয় আবহাওয়া দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here