অর্পিতা বনিক, বনগাঁ: ভক্তরা বিশ্বাস করেন, যাঁর কেউ নেই, তাঁর আছেন দেবী মা সিদ্ধেশ্বরী।

অন্যান্য দেব–দেবীর পাশাপাশি উত্তর ২৪ পরগনার গাঁড়াপোতাবাসী বরাবরই মেতেছে শক্তিসাধনায়। দেবী কালীর আরাধনায়। সেই কারণে গাঁড়াপোতার বহু প্রাচীন মা সিদ্ধেশ্বরী কালী মন্দির ভক্তি ও সাধনার পীঠস্থান হিসেবে চিহ্নিত হয়েছে ভক্তদের কাছে৷ বলা যেতে পারে বনগাঁ- বাগদা এলাকার পীঠস্থানের মূলকেন্দ্র হয়ে উঠেছে দেবী সিদ্ধেশ্বরী কালী মন্দির। দেখুনভিডিও :

ভক্তরা বিশ্বাস করেন, যাঁর কেউ নেই, তাঁর আছেন দেবী মা সিদ্ধেশ্বরী। বিপদে-আপদে তিনিই ভরসা। তিনিই মেটান ভক্তদের আবদার বা কামনা। আর, এই বিশ্বাস থেকেই প্রতিবছর কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা ও ফলহারিণী অমাবস্যার রাতে এখানে বিপুল সংখ্যায় ভিড় করেন ভক্তরা। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন দেবী সিদ্ধেশ্বরীর দর্শন করতে। তাঁর কাছে মনস্কামনা জানাতে। দেবীর আশীর্বাদ নিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here