দেশের সময় ওয়েবডেস্কঃ পরপর দু’দিন মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্প ভারতের দু’প্রান্তে। মঙ্গলবার নেপালে ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারের মতো একাধিক রাজ্য। আর বুধবার ভূমিকম্প অনুভূত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার রাত প্রায় আড়াইটে নাগাদ কেঁপে ওঠে পোর্টব্লেয়ার । রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩। তবে এই ঘটনায় এখনও অবধি হতাহত বা তেমন বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত আড়াইটে নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয় এই দ্বীপপুঞ্জে। সূত্রের খবর, ও ভূমিকম্পের কেন্দ্রস্থল পোর্টব্লেয়ার। ভূপৃষ্ট থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরেই ভূমিকম্পের উৎসস্থল ছিল।

তবে এখনও অবধি আন্দামানে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। ঘুমের মধ্যে অনেকেই আচমকা ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে ছুটে বাইরে বেরিয়ে আসেন। বাসিন্দাদের অনেকেই সুনামি আসতে পারে বলেও আশঙ্কাও করছেন। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে সুনামি নিয়ে এখনও অবধি কোনও সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে মোট তিনবার কম্পন অনুভূত হয়েছিল নেপালে। প্রথম কম্পনটি অনুভূত হয় রাত ৯:০৭ মিনিট নাগাদ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এরপরে ফের ৯:৫৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। এইসময় কম্পনের মাত্রা কমে হয় ৪.১। তবে মাঝরাতের ভূমিকম্পটিই সবথেকে বেশি শক্তিশালী ছিল। রাত ২:১২ মিনিট নাগাদ ফের সেখানে ভয়াবহ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। এর জেরে নেপালে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। বহু বাড়ি-ঘরও ভেঙে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here