শ্রাবণী হালদার, দেশের সময়: বিশ্ব ব্যাপী ‘করোনা’র প্রভাবে শৈশব কেড়েছে দু বছর অতিক্রান্ত ৷ বিদ্যালয় সম্পর্ক হয়েছে দূর। তাই  শিশুদের কাছে পৌঁছতে  গোবরডাঙা ছাত্রকল্যাণ বিদ্যাপীঠ  বিদ্যালয়ের  উদ্যোগে  এবং নাট্যদল গোবরডাঙ্গা রূপান্তর এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ভিত্তিক নাট্যকর্মশালা-“শিশু শিখনে নাটকের ভূমিকা” ।

১০ জুলাই  গোবরডাঙা মেদিয়া ছাত্রকল্যাণ বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নাট্যকর্মশালা ৷ অনুষ্ঠান সূচনায়  উপস্থিত অতিথিগন সকলেই  বিদ্যালয়-শিক্ষায় নাট্যচর্চার ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং নাট্য-কর্মশালার সাফল্য কামনা করেন।  এরপর গোবরডাঙা রূপান্তরের নাট্য প্রশিক্ষকগণ শুরু করেন নাট্য-কর্মশালার কাজ । 

প্রতাপ সেনের পরিচালনায় প্রশিক্ষকগণ নাট্যচর্চার বিভিন্ন আঙ্গিক নিয়ে সকাল থেকে নাট্য-কর্মশালার কাজ চালিয়ে যান ।চন্দন দেবনাথ  নাটকের সঙ্গীতের প্রয়োগ নিয়ে ক্লাস নেন ,  অভিক দাঁ  চরিত্র চিত্রণ সহ অভিনয়ের বিভিন্ন দিকগুলিকে শিশুদের  অবহিত করেন , সুবীরনারায়ণ দাস বাচিক অভিনয়ের ক্লাস নেন । 

এদিন উপস্থিত ছিলেন-  রূপান্তর নাট্যদলের সভাপতি  শশাঙ্ক শেখর দত্ত,  সম্পাদক অভিক দাঁ । বিদ্যালয়ের পক্ষ থেকে ছিলেন –  প্রধান শিক্ষক  কমল পাইক,  বিশিষ্ট সমাজসেবি ও  স্কুল সভাপতি সমীর সাহা , তারক পাল , শিবু দাস প্রমুখ ব্যাক্তিগণ ।  এছাড়াও ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মী সহ ৫০জন ছাত্রছাত্রী।  নাট্যকর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন – প্রতাপ সেন , সুবীর নারায়ণ দাস , চন্দন দেবনাথ , অভিক দাঁ ।  
   

দিনের শেষে নাট্য-কর্মশালা সমাপ্ত হয়  গোবরডাঙা রূপান্তরের সদস্য সুবীর নারায়ণ দাসের  ম্যাজিক প্রদর্শনের মাধ্যমে । এদিন রূপান্তর নাট্যদলের পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষার্থীদের শংসাপত্র দেওয়া হয় ।বিদ্যালয় প্রধান শিক্ষক গোবরডাঙ্গা রূপান্তর সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান নাট্য-কর্মশালাটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here