অর্পিতা বনিক, দেশের সময় : আলোর রোশনাইয়ে ঝলমল করছে ‌নদিয়ার শিলিন্দা গ্রামের পথ। কালীপুজোয় মেতে উঠেছে গোটা শিলিন্দা গ্রাম। থিমের প্রতিযোগিতায় একে অন্যকে টক্কর দিতে প্রস্তুত। প্রতিমা ও মন্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো ৷ দেখুন ভিডিও

প্রচলিত আছে নদিয়া জেলার শিলিন্দা গ্রামে দুর্গার থেকেও বেশি কদর, আদর, আপ্যায়ন শ্যামা মায়ের। ভাদ্র মাস থেকেই গ্রাম জুড়ে সাড়ম্বরে শ্যামা মায়ের আরাধনায় মেতে ওঠেন গ্রামবাসীরা ৷

স্থানীয়দের কথায় এই গ্রামে দুর্গা পুজো নয়, শ্যামা পুজোই মূল উত্‍সব। বছরভর শ্যামা পুজোর দিকেই তাকিয়ে থাকেন গ্রামবাসীরা। শ্যামাপুজোতেও তাই থিম। বিষয় ভাবনায় থাকে অভিনবত্বের ছোঁয়া।

শিলিন্দার শ্যামা পুজোর নদিয়া জেলা জুড়ে নাম ছড়িয়ে পড়েছে অনেক আগেই৷ শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের উদ্যোগে গত বছর এর থিম ৫১ সতীপীঠ মন্দির নজর কাড়ে সকলের।

কুরুক্ষেত্রের অনুকরণে প্যান্ডেল বানিয়ে জেলার মধ্যে রেকর্ড ভিড়ের সাক্ষী থাকল এবারও ৷ দেশের সময় দীপ সম্মান ২০২৩ পেল শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here