দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যের চারটি ধর্ষণের মামলার তদন্ত চলবে কলকাতা হাইকোর্টের নজরদারিতে, মঙ্গলবার এই রায় দিল উচ্চ আদালত। বলা হয়েছে হাইকোর্টের তদারকিতে বিশেষ টিম গঠন করে তদন্ত চালানো হবে। এদিনই আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে বিশেষ তদন্ত দল গঠন করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ।


মঙ্গলবার মাটিয়া এবং মালদহের ইংরেজবাজার ধর্ষণের রায় দিয়েছে আদালত ৷ বলা হয়েছে মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোণী এবং দেগঙ্গার ধর্ষণের ঘটনার তদন্ত চলবে কলকাতার হাইকোর্ট গঠিত টিমের নজরদারিতে। মামলাকারীরা দাবি করেছিলেন তদন্ত চালাতে হবে দময়ন্তী সেনের নেতৃত্বে। সেই শুনানি চলাকালীন বিচারপতি বলেন, হাইকোর্ট থেকে একটি বিশেষ দল গঠন করা হবে যে দলের সদস্যরা রাজ্যের সমস্ত ধর্ষণ মামলার তদন্ত তদারকি করবেন। এই দলের নেতৃত্বে থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। তাঁর যদি কোনও সমস্যা হয় তবে তিনি আদালতকে তা জানাবেন। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।

গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। হাঁসখালি থেকে নামখানা,মাটিয়া থেকে বোলপুর পরপর নারী নির্যাতন, পাশবিকতা নাড়িয়ে দিয়েছে রাজ্যকে। এই পরিস্থিতিতে হাইকোর্টে এদিন শুনানি শুরু হয় মাটিয়া ও ইংরেজবাজার ধর্ষণের মামলার।

পরপর ধর্ষণের ঘটনা নিয়ে বিচারপতির প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেছেন, রাজ্যের প্রতিটি স্তরে রাজনীতি বিরাজ করছে। প্রতিটি ঘটনা কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।
শুনানি শেষে আদালত রায় দেয় চারটি ধর্ষণ মামলার তদন্ত চলবে আদালতের নজরদারিতেই।

প্রসঙ্গত, বর্তমানে দময়ন্তী সেন কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার। এর আগে পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায় তিনি তদন্ত করেছিলেন। এ বার চারটি ধর্ষণের ঘটনায় তাঁর উপরই দায়িত্ব দিল কলকাতা হাই কোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here