![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/RASHIFALL01-scaled.jpg)
মেষ/ARIES
কার্যে অনীহা। জনহিতকর কার্য। গীতবাদ্যনুরাগ। প্রাপ্তিযোগ রয়েছে। অপমানিত। পত্নীপীড়া। উগ্রতা বৃদ্ধি। প্রশিক্ষণে সাফল্য।
বৃষ / TAURUS
অসাধুতা। চাকুরীক্ষেত্রে অশান্তি। অবৈধ প্রণয়। কর্মস্থলে অশান্তি। দেহপীড়া। মামলায় জড়িত। সুপরামর্শ লাভ।
মিথুন GEMINI
তিক্ততা বৃদ্ধি। বঞ্চনার শিকার। চিত্ত বিক্ষেপ। প্রতিষ্ঠালাভ। ব্যবসায়ে ক্ষতি। সন্তানের উদ্বেগ। প্রতিবেশী বিবাদ।
কর্কট CANCER
সঙ্গীতে সুখ্যাতি লাভ। যানবাহনে বিপদ। পরীক্ষায় সাফল্য। বদলীর সম্ভবনা। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/NEW-scaled.jpg)
সিংহ LEO
প্রসন্নতা লাভ। উদ্যম বৃদ্ধি। আর্থিক উন্নতি হবে। বুদ্ধিতে কার্যোদ্ধার। অবৈধ প্রণয়। গৃহ সমস্যা। অপমানিত হওয়ার সম্ভাবনা।
কন্যা VIRGO
প্রাপ্তি যোগ। পরনির্ভরতা। রক্তপাতের আশঙ্কা। নতুন কাজে বিনিয়োগে লাভ হবে। অপ্রত্যাশিত প্রাপ্তি। শ্রীবৃদ্ধি। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন।
তুলা LIBRA
বিজ্ঞানীদের সাফল্য। বাসনা পূরণ। মিত্র লাভ। ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। দায়িত্ব বৃদ্ধি। প্রশিক্ষণে সাফল্য। হঠাৎ প্রাপ্তি।
বৃশ্চিক SCORPIO
অপযশ। তর্ক- বিবাদ। অস্থিরতা বৃদ্ধি। পত্নীবিরহ। আঘাত প্রাপ্তি। সু-সংবাদ প্রাপ্তি হবে। শুভ সময়। বিনিয়োগে লাভ।
ধনু SAGITTARIUS সমাজসেবায় ব্যস্ত। গৃহ সমস্যা। কর্মস্থলে জটিলতা। অনুরাগ বৃদ্ধি। প্রতিযোগিতায় সাফল্য। লাম্পট্য। বিপদ থেকে উদ্ধার।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/RASHIFALL01-scaled.jpg)
মকর CAPRICORN
সার্বিক উন্নতি। কলহ বিবাদ। পরিশ্রম বৃদ্ধি। দ্রব্যাদি লাভ। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। বিবাহিত জীবনেও সমস্যা বাড়তে পারে।
কুম্ভ AQUARIUS
অসাবধানতায় রোগ বৃদ্ধি। মানসিক সংযম। বিপদের আশঙ্কা। ভোগ বিলাসে ব্যয়। ব্যবসায়ে লাভ। সমস্যার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
মীন PISCES
তর্ক -বিবাদ। উদরপীড়ায় কষ্ট। ঝামেলা এড়িয়ে চলুন। জমি নিয়ে বিবাদ। মর্যাদা বৃদ্ধি। অস্ত্রোপচারে সাফল্য। পরিশ্রমে ভাল ফলাফল হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/NEW-scaled.jpg)