Daily Horoscope: আপনার জন্য আজকের দিনটি কেমন জানুন: রাশিফল

0
729

মেষ/ARIES
পৃষ্ঠবেদনা। রোগ-ব্যাধি থেকে প্রিয়জনসঙ্গ। অস্থিরতাভাব। কলহ-বিবাদ। অর্শাদিপীড়া। রোগব্যাধি। মনস্তাপ। আয় বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি। চিন্তা বাড়বে। মান -যশ প্রাপ্তি। 

বৃষ / TAURUS
সম্পত্তি বিরোধ। প্রণয়ে জটিলতা। কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন। ভুল বোঝাবুঝি। বাসনা পূরণ হবে। অসুস্থতা থেকে মুক্তি। ক্রোধান্বিত। পরীক্ষায় সাফল্য।  

মিথুন GEMINI
বিপর্যয়। অর্থনৈতিক পরিস্থিতি ভাল থাকবে। ক্রীড়ায় সাফল্য। প্রণয়ভঙ্গ। বিবাহিত জীবনেও সমস্যা বাড়তে পারে। বন্ধু বিরোধ। সমস্যার সমাধান। সঞ্চিত অর্থ ব্যয়। সহায়তা লাভ। 

কর্কট CANCER
বিহ্বলতা। উগ্রতাবৃদ্ধি। সম্মানহানি। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ঝামেলা হবে। বন্ধু বিচ্ছেদ। প্রতিপত্তি লাভ হবে। গৃহে চুরীর সম্ভবনা। গৃহসংস্কারে ব্যয়। 

সিংহ LEO
চিকিৎসা বিভ্রাট। কঠোর পরিশ্রমের ফল পাবেন। লাম্পট্য। বাড়ির সকলে মিলে ভ্রমণ যোগ। আর্থিক লাভ।বন্ধু লাভ। অপমানিত। বিপদ আসন্ন। কেরিয়ারে সাফল্য। দানশীলতা। মেধার বিকাশ হবে।

কন্যা VIRGO
অর্থ দণ্ড। প্রশিক্ষণের সুযোগ। দিনটা শুভ কাটবে। শরীরচর্চার প্রতি মনযোগ দিন। অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। স্ত্রীয়ের জন্য অশান্তি। সৎসঙ্গে শান্তি লাভ। 

তুলা LIBRA
রমণীপ্রীতি। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। গৃহবিবাদ। অভীষ্ট পূরণ। সমৃদ্ধি যোগ। দৃঢ়প্রতিজ্ঞ হন। জনসেবায় ব্যস্ত। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে।

বৃশ্চিক SCORPIO
মানসিক তৃপ্তি। ব্যবসায়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা। শ্লেষ্মা বৃদ্ধি। ঋণ পরিশোধ। সঞ্চয় যোগ। লাম্পট্য। সাধুসঙ্গে শান্তি। বিষণ্ণতা। আঘাতপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা। 

ধনু SAGITTARIUS
মনোমালিন্য। সম্পত্তি ক্রয়। স্বাস্থ্যের দিকে নজর দিন। মনঃকষ্ট। পতনাশঙ্কা। অযথা ব্যয়। সহায়তা লাভ। পারিবারিক ব্যস্ততা থাকতে পারে। নাম- যশ বৃদ্ধি। শিক্ষায় অগ্রগতি। কার্যে অনিহা।

মকর CAPRICORN
প্রিয়জন থেকে আঘাত। অর্থাগমের সম্ভাবনা। উদ্বেগ বৃদ্ধি। মানসিক ক্ষোভ। আংশীদারিতে লাভ। সম্পর্কে উন্নতি। অম্লরোগ। বিদ্যায় সাফল্য। সুপরামর্শে লাভ। কেরিয়ারে উন্নতি। দাম্পত্য কলহ।ভুল বোঝাবুঝি। 

কুম্ভ AQUARIUS
যানবাহনে বিপদ। শত্রুহানি হওয়ার সম্ভবনা। কর্মক্ষেত্রে শুভ সংবাদ আসবে। কলানুরাগ।  প্রাপ্য থেকে বঞ্চিত। চিকিৎসা বিভ্রাট। পারিবারিক জীবনে কিছু উত্থান-পতন হতে পারে। ভাবপ্রবণতায় ক্ষতি।

মীন PISCES
মান যশ বৃদ্ধি। পারিবারিক সুখ। একাধিক উপায়ে অর্থলাভ। প্রতিভার বিকাশ। জীবনে নতুন মানুষ আসতে পারে। গুহ্যপীড়া। স্বার্থ ত্যাগ।  সমস্যায় জড়িত হতে পারেন। বিবাহিতরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। 

Previous articleএবার ‘দুয়ারে রেশন’ পৌঁছে দেবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব
Next articleগরমে, নাজেহাল শহরবাসী! আজ বৃষ্টিপাত হবে কী? হাওয়া অফিসের পূর্বাভাস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here