দেশের সময় ওয়েবডেস্কঃ বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অশনি’ । মঙ্গলবার বিকেলে আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত উত্তর পশ্চিম দিকেই এগোচ্ছে এই ঘূর্ণিঝড় )। আজ রাত পর্যন্ত ‘অশনি’র গতিপথ পরিবর্তিত হবে না। রাতেই তা পৌঁছে যাবে অন্ধ্র উপকূলে।
তবে এরপরই গতিমুখ পরিবর্তন করবে ‘অশনি’ । উপকূলের ধার ঘেঁষে এগিয়ে যাবে আরও উত্তরে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘অশনি’ তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শক্তিক্ষয় হবে তার। ‘অশনি’র জন্য আপাতত পশ্চিমবঙ্গের উপকূলে কোনও বিপদের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা।
তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। আলিপুর সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
মঙ্গলবার সকালেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্য জুড়ে।
এর মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার-সহ পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তিনটি জেলাতেও। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
মৎস্যজীবীদের সমুদ্রে গতিবিধি নিষিদ্ধ থাকবে ১৩ মে পর্যন্ত। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধিতেও নিষেধাজ্ঞা জারি রেখেছে হাওয়া অফিস।
ভারী বৃষ্টির ভ্রূকুটি থাকছে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস বলছে, আগামী ১২ মে থেকে ১৪ মে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার- উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে।