দেশের সময়, বনগাঁ: স্কুটি করে বাড়ি ফিরছিলেন এক তরুণী। সেই সময় রাস্তা আটকে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে কিছু যুবক বলে অভিযোগ। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা ওই তরুণী।রবিবার রাতে বনগাঁ শহর থেকে স্কুটি করে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেইসময় তিনজন যুবক মুখ ঢেকে ওই তরুণীর উপর চড়াও হয়। তাদের সঙ্গে কেরোসিন ছিল বলে অভিযোগ। সেই কেরোসিন ওই তরুণীর গায়ে ঢেলে দেওয়া হয়। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বনগাঁ থানায় এসে অভিযোগ জানান তিনি।

তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বনগাঁ থানার পুলিশ। এলাকা থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বনগাঁ থানার পুলিশ। কী কারণে ওই যুবকরা এরকম কাণ্ড ঘটালো তার তদন্ত করে দেখছে পুলিশ। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ওই তরুণীর দাবি, বেশ কিছুদিন আগে স্থানীয় একটি বাড়িতে টিউশন পড়াতে যায় সে। সেই বাড়ির এক আত্মীয় যুবক তরুণীর ফোন নম্বর জোগাড় করে সেই পরিবারের কাছ থেকে। এরপর থেকেই নিয়মিত ফোন করে ওই তরণীকে উত্যক্ত করতে থাকে। বিষয়টি সে বাড়িতে জানায়। এমনকি যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ওই যুবকের বাড়ি গিয়ে সতর্ক করে আসে।

ওই তরুণীর অভিযোগ, কয়েকদিন ধরে ওই যুবকের দল তাঁকে অনুসরণ করছিল। এরপরই রবিবার রাতে এই ঘটনা ঘটায়। ওই তরুণী জানান, তাঁর রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়েছে। অঘ্রাণে সামাজিক বিয়ে হওয়ার কথা। চলতি মাস থেকে একটি বাড়িতে টিউশন পড়াতে যাচ্ছিলেন। এলাকার একটি ক্যাফেতেও কাজ করেন তিনি। সেই টিউশন পড়াতে যাওয়ার পরই এক যুবক তাঁকে উত্যক্ত করা শুরু করেন বলে অভিযোগ। এরপরই এই ঘটনা।

ওই তরুণীর কথায়, “আমি ক্যাফেতে কাজ করি। ফেরার পথে এখানে একটা জঙ্গল এলাকা রয়েছে, সেখান থেকেই রবিবার রাতে তিনজন বেরিয়ে আসেন। আমি স্কুটিতে ছিলাম। গাড়ি ঘোরানোর চেষ্টা করলে হাত ধরে টানাটানি শুরু করেন তিনজন। হঠাৎই গায়ে কেরোসিন ঢেলে দেয়। আগুন ধরানোরও চেষ্টা করেন। কোনওমতে পালিয়ে আসি।” এরপরই বনগাঁ কোর্ট এলাকায় এসে বাড়িতে ফোন করেন তরুণী।

খবর পেয়েই বাড়ির লোকজন ছুটে আসেন। যাঁর সঙ্গে রেজিস্ট্রি হয়েছে, ওই যুবকের মা-ও খবর পেয়ে চলে আসেন। ওই মহিলা জানান, “কোনওরকমে ওদের হাত থেকে বেঁচে এসে আমাকে ফোন করে বৌমা। আমি গিয়ে দেখি রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছে। সারা গা ভিজে। গায়ে কেরোসিনের গন্ধ। আমার সঙ্গে আমার ছোট ছেলেও ছিল। এরপর থানায় যাই।

ওই তরুণী বলেন, “পুলিশ খুব ভালো কাজ করেছে। আমার অভিযোগ পাওয়ার পর ওই যুবকদের গ্রেফতার করা হয়েছে। আমার বাড়িতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সিকিউরিটির ব্যবস্থাও করা হয়েছে।”

আগেই এ নিয়ে ডায়েরি হয়েছিল। এরপর আমাকে হুমকিও দিয়েছিল দেখে নেবে বলে।” অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ওই তরুণী ও পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here