Covid: স্বস্তি!‌ সোমবার রাজ্যে দৈনিক আক্রান্ত ৫ হাজারের নীচে নামতেই বিধিনিষেধ কিছুটা শিথিল করল বনগাঁ পুরসভা

0
530

দেশের সময়, বনগাঁ: বছরের শুরুতে আচমকাই হুড়মুড়িয়ে বেড়েছিল সংক্রমণ।পেরিয়েছিল ২৫ হাজারের গণ্ডি। শীর্ষে ছিল বরাবর কলকাতা। কিন্তু সোমবার স্বাস্থ্য দপ্তর যে পরিসংখ্যান প্রকাশ করল, তা অনেকটাই স্বস্তি দিল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫০০০–এর কম জন আক্রান্ত। আর কলকাতায় তা ৫০০–রও কম। স্বস্তি দিয়েছে সংক্রমণের হারও। রাজ্যে এখন সংক্রমণের হার ৮.‌৮৪ শতাংশ।

সংক্রমণের বাড় বারন্ত রুখতে দশ দিনের করোনা বিধি লাগু হওয়ায় বনগাঁ পুরসভা এলাকাতেও কমলো করোনার সংক্রমণ। আর তাই ব্যবসায়ী সংগঠনগুলির আবেদনে সাড়া দিয়ে বিধিনিষেধও কিছুটা শিথিল করল বনগাঁ পুরসভা। সোমবার থেকে পুরসভার এই নতুন সিদ্ধান্ত কার্যকরী হল। 

লকডাউনে না গিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ১৫ জানুয়ারী থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করে বনগাঁ পুরসভা। সেখানে বিভিন্ন সবজি এবং মাছ বাজারগুলি সকাল ৭ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত এবং অন্যান্য স্থায়ী দোকানগুলি সকাল ১১ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত খোলা রাখার কথা ঘোষনা করে পুরসভা। প্রায় দশ দিন ধরে এই নিয়ম চলার মধ্যেই পুরসভার কাছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দোকান খোলা রাখার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়। সেই অনুযায়ী নতুন সিদ্ধান্ত নিল বনগাঁ পুরসভা।  

পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানান, দুসপ্তাহ আগেও শহরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৬ থেকে ২৭ জন। সেটি কমে গিয়ে বর্তমানে ৩ থেকে ৪ জনে দাঁড়িয়েছে। আর তাই বিধিনিষেধও কিছুটা শিথিল করা হয়েছে। আজ থেকে সবজি এবং মাছ বাজারগুলি সকাল ১১ টার বদলে ১২ টা পর্যন্ত এবং অন্যান্য স্থায়ী দোকান সন্ধে ৭ টার পরিবর্তে রাত ৯ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে মিষ্টি এবং হোটেল সহ অন্যান্য খাবারের দোকানের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না। পুরসভার নির্দেশ মতো সোমবার থেকেই পুরসভার বেঁধে দেওয়া নিয়ম মেনে চলছেন স্থানীয় ব্যাবসায়ীরা৷

 

Previous articleস্কুল-কলেজ বন্ধ, বরাত কম, বাগদেবীর প্রতিমা ৫০শতাংশ কমেছে বনগাঁর পটুয়া পাড়ায়
Next articleWest Bengal Weather Update: সপ্তাহান্তে ফের হাড় কাঁপানো ঠাণ্ডা বাংলায়, রাত থেকে ফের পারদ পতনের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here