দেশের সময় ওয়েবডেস্কঃ এবার কোভিড টিকা পাবে ১২ থেকে ১৪ বছরের বাচ্চারা।

কোউইনে অ্যাপ–এই নথিভুক্ত করতে হবে নাম। আগামী কাল, বুধবার থেকে শুরু হবে সেই প্রক্রিয়া। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।  ১২ থেকে ১৪ বছরের বাচ্চাদের দেওয়া হবে কর্বিভ্যাক্স। 

কীভাবে নাম নথিভুক্ত করতে হবে?‌ • ১২ থেকে ১৪ বছর বয়সিরা বুধবার থেকে নাম নথিভুক্ত করতে পারবে • একা বা পরিবারের কারও সঙ্গে নাম নথিভুক্ত করতে পারবে বাচ্চারা  • আধার কার্ড না থাকলে স্কুলের পরিচয়পত্র দিয়ে বাচ্চারা নাম নথিভুক্ত করতে পারবে • একটি মোবাইল নম্বর দিয়ে একই পরিবারের চার জন নাম নথিভুক্ত করতে পারবে

এতদিন দেশে ১৫ বছরের বেশি বয়সিদেরই টিকা দেওয়া হচ্ছে। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে। ১ জানুয়ারি থেকে কোউইন অ্যাপে এই বয়সিদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনেই টিকা চেয়ে আবেদন করে ৪০ লক্ষ কিশোর–কিশোরী। ৩ জানুয়ারি থেকে তারা টিকা পাচ্ছে।  

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া টুইটারে জানিয়েছেন, এবার থেকে ৬০ বছরের বেশি বয়সি সব নাগরিকই বুস্টার ডোজ নিতে পারবেন। এজন্য কোমর্বিডি থাকতে হবে না। এত দিন কোমর্বিডিটি রয়েছে এমন প্রবীণরাই (‌৬০ বছরের বেশি বয়সিরা)‌‌ বুস্টার টিকা পাচ্ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here