দেশের সময় ওয়েবডেস্কঃ দেশজুড়ে বাড়ছে ওমিক্রন উদ্বেগ।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যেই বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। অন্য দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে কোভিড নেগেটিভ রিপোর্ট এলেও সাতদিন আবশ্যক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আগামী মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে নয়া নিয়ম কার্যকর হবে বলে স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকায় জানানো হয়েছে। বলা হয়েছে, বিশ্ব জুড়ে ওমিক্রনের সংক্রমণের বাড়বাড়ন্তের কারণেই এই পদক্ষেপ।

এরপর অষ্টম দিনে ফের করোনা টেস্ট করাতে হবে। সেখানে রিপোর্ট নেগেটিভ এলে আরও সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু রিপোর্ট পজিটিভ এলে সেই নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে।

এদিকে ঝুঁকিপূর্ণ দেশগুলির থেকে আসেননি এমন যাত্রীদের ২ শতাংশের বিমানবন্দরে করোনা পরীক্ষা হবে। কিন্তু হোম কোয়ারেন্টাইনের নিয়ম তাঁদের জন্যও একই। এদিকে কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসা সকল ব্যক্তিকেই হোম কোয়ারেন্টাইনে পাঠাতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে।


উল্লেখ্য, শুক্রবার নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লক্ষের গণ্ডি। ইতিমধ্যেই দেশে ৩ হাজারের বেশি ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। যদিও দৈনিক সংক্রমণ যে হারে বাড়ছে তা দেখে বিশেষজ্ঞদের মত, ইতিমধ্যেই ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here