দেশের সময় ওয়েবডেস্কঃ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ৭ মাস পর দেশে দৈনিক করোনা আক্রান্তের (Covid 19 in India) সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেল৷ গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ১০০৷ গতকালের তুলনায় যা ২৮.৮ শতাংশ বেশি৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণ করেই এই উঠে এসেছে৷ এর ফলে এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ কোটি ৫২ লক্ষ ২৬ হাজার ৩৮৬৷


দিন দশেক আগেও যেখানে দৈনিক সংক্রমণ ৭ হাজারের আশেপাশে ছিল, সেখানে শুক্রবার ৭ মাস পর প্রথমবার সংক্রমণ ১ লক্ষ পেরোল। শুধু তাই নয়, একদিনে দেশে অ্যাকটিভ কেস বেড়েছে প্রায় ৮৫ হাজার। হু হু করে বাড়ছে পজিটিভিটি রেট।  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন। যা আগের দিনের থেকে প্রায় ২৯ শতাংশ বেশি। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৭.৭৪ শতাংশ। শুধু মুম্বইয়ে আক্রান্ত ২০ হাজারের বেশি। গোটা মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার।

এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে ৩ হাজার ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০২ জন। গতকালের থেকে এই সংখ্যাটা একটু কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন। যা আগের দিনের থেকে প্রায় ৮৫ হাজার বেশি। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন করোনা মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন। গত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন প্রায় ৯৪ লক্ষ মানুষ। 

তবে এত কিছুর মধ্যে স্বস্তির কথা একটাই, আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও মৃত্যুর হার প্রথম দুই ঢেউয়ের তুলনায় অনেকটাই  কম৷ কিন্তু তা সত্ত্বেও যে ভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে সরকারের চিন্তা এতটুকু কমছে না৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here