Chhath Puja 2023: ছট পুজোয় মাতল বনগাঁ

0
323
রিয়া দাস, দেশের সময়, বনগাঁ:

ছট পুজোর উদ্বোধন করে আগেই সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দইঘাটে ছট পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই রামপেয়ারি রামের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। তিনি বলেন, “ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার। ছট পুজো তো আমাদেরই পুজো। আপনারা আমাদের ভাই-বোন। আমরা সকলে এক।” একই মঞ্চ থেকে প্রয়াত তৃণমূল নেতা রামপেয়ারি রামের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। পাশাপাশি ছট পুজোয় গঙ্গাস্নানের সময় শিশুদের সাবধানে রাখার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। ছট পুজোয় ২ দিন ছুটি ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার থেকে শুরু হয়েছে ছট পুজো। চলবে সোমবার পর্যন্ত। শহর ও রাজ্যে বিভিন্ন প্রান্তে গঙ্গার ঘাটে চলছে পুজোপাঠ। কলকাতার পাশাপাশি বনগাঁয় ইছামতি নদীর পাড়ে থানার ঘাটেও প্রতি বছরের মতো এবারও ছট পুজোর আয়োজন হয়েছে পুরসভার সাফাই কর্মীদের উদ্যোগে ৷

পুজোর উদ্যোগক্তা কার্তিক বাসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা মাথায় রেখে এবছর দুদিন ছুটি ঘোষণা করেছেন আমরা খুবই খুশি ৷ বনগাঁ পুরসভার পক্ষ থেকে পুজো উপলক্ষ্যে মাহিলাদের নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে এবং পুজোর জন্য প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ৷ পুর প্রধান গোপাল শেঠ সহ সমস্ত কাউন্সিলর এবং পুরসভার কর্মীরা একত্রিত ভাবে আমাদের পুজোয় অংশগ্রহণ করে আমাদের পাশে দাঁড়িয়েছেন ৷ এতে আমরা আনন্দিত ৷ বনগাঁবাসীকে আমাদের পুজো কমিটির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৷

Previous articleICC ODI World Cup 2023 Final : ১৪০ কোটির স্বপ্নভঙ্গ, ষষ্ঠ বার বিশ্বজয়ী অসিরা , অস্ট্রেলীয়কে ‘ধন্যবাদ’ ভারতীয়দের
Next articleICC World Cup 2023: শামিকে বুকে টেনে নিলেন মোদী, মেন ইন ব্লুর মনোবল বাড়ালেন প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here