দেশের সময় ওয়েবডেস্কঃ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু পত্নী রাবড়ি দেবীর (Rabri Devi) বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইন্ডিয়ান রেলওয়ে ক্য়াটারিং ও ট্যুরিজিম কর্পোরেশন (IRCTC) দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাবড়ি দেবীর বাড়ি। এই জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে সিবিআই দফতরে আবার ডেকে পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে।

সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী দলের অফিসাররা লালু যাদবের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে জেরা করতে শুরু করেন। ইতিমধ্যেই পাটনায় তাঁদের বাড়ির সামনে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে। সাতসকালে আরজেডি প্রধানের বাড়িতে সিবিআই হানা নিয়ে ফের আলোড়িত বিহারের রাজনীতি।

সূত্রের খবর, সিবিআই অফিসাররা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) কেলেঙ্কারির মামলায় রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম ইউপিএ আমলে লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন তাঁর স্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধে বিহারের বহু যুবককে জমির বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ পাটনার বাসভবনে জিজ্ঞাসাবাদের পরে রাবড়ি দেবীকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। এইজন্য তাঁকে ভবিষ্যতে সিবিআই অফিসেও ডাকা হতে পারে।

সোমবার যখন পাটনার বাসভবনে সিবিআই রাবড়ি দেবীকে জেরা করছেন, সেইসময় বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী তেজপ্রতাপ যাদবও সেখানে উপস্থিত ছিলেন। এসেছিলেন যাদব পরিবারের আইনজীবীও।

এফআইআর-এ সিবিআইয়ের অভিযোগ, বিহারের পাটনার বাসিন্দা হলেও, মুম্বই, জব্বলপুর, কলকাতা, জয়পুর এবং হাজিপুরে অবস্থিত রেলওয়ের বিভিন্ন জোনে ২০০৪-২০০৯ সময়কালে গ্রুপ-ডি পদে বেশ কিছু লোককে নিয়োগ করা হয়েছিল। এর পরিবর্তে সেই ব্যক্তিরা তাঁদের জমি লালুপ্রসাদের পরিবারের সদস্যদের নামে হস্তান্তর করেছিলেন।

উল্লেখ্য, এই ঘটনার তদন্তে ২০২২ সালের ২০মে পাটনা, দিল্লি-সহ দেশের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই অফিসাররা। অতঃপর গত ফেব্রুয়ারি মাসে এই মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েল চার্জশিটের ভিত্তিতে আগামী ১৫ মার্চের মধ্যে লালুদের জবাব তলব করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here