দেশের সময় :বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী পাপাই রাহা।এই ওয়ার্ডটি তৃণমূলের দখলেই ছিল৷ কিন্তু পুরপ্রতিনিধি দিলীপ দাস-এর মৃত্যু হওয়ায় সেখানে উপনির্বাচন করতে হয়৷ এই ওয়ার্ডে অবশ্য দ্বিতীয় স্থান দখল করতে পেরেছে বিজেপি৷ তৃণমূলের জয়ী প্রার্থী পাপাই রাহা পেয়েছেন ২৮৪২টি ভোট৷ সেখানে বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল পেয়েছেন ৭২৪টি ভোট৷ তৃতীয় স্থানে থাকা বামফ্রন্টের প্রার্থী পেয়েছেন ৩৩২টি ভোট৷ ২১১৮ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী৷

অন্যদিকে, লোকসভার পর পুরসভার উপনির্বাচন৷ আসানসোলে তৃণমূলের সবুজ ঝড় অব্যাহত৷ উপনির্বাচনে জিতে আসানসোলের মেয়র পদে নিজের জায়গা পাকা করলেন বিধান উপাধ্যায়৷ উল্টো দিকে একদা নিজেদের শক্ত ঘাঁটিতে ফের একবার মুখ পুড়ল বিজেপি-র৷ বরং রক্তক্ষরণ কিছুটা হলেও সামলে উঠে এই উপনির্বাচনেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিপিএম৷ যদিও প্রথম স্থানে থাকা তৃণমূল প্রার্থীর সঙ্গে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোটের ফারাক প্রায় সাড়ে ৫ হাজার ভোটের৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তাঁকে আসানসোল পুরসভার মেয়র ঘোষণা করেছেন। বুধবার ভোটে জিতে সেই পদে পাকাপোক্ত সিলমোহর দিলেন আসানসোলের পুরনিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়। আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তিনি।

গত ১৮ ফেব্রুয়ারি বিধানের জন্মদিনেই তাঁর নাম আসানসোল পুরসভার মেয়র হিসেবে ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা। কিন্তু বিধান তখন ছিলেন বারাবণির বিধায়ক। আসানসোল পুরসভার মেয়র হতে হলে তাঁকে কাউন্সিলর হিসেবে ভোটে জিততে হত। আর তা করতে হত ছ’মাসের মধ্যেই।

নিয়ম অনুযায়ী ঠিক ছ’মাসের মাথায় গত ২১ অগস্ট আসানসোল পুরসভার উপনির্বাচন হয়। ৬ নম্বর ওয়ার্ড যেখানে আগেই জয়ী হয়েছিল তৃণমূল, তা ছেড়ে দেওয়া হয় বিধানের জন্য। আসানসোলের মহানাগরিক বিধান সেই ওয়ার্ডেই বড় ব্যবধানে জিতেছেন। প্রাপ্ত ভোটের নিরিখে বিধানের পরেই রয়েছেন সিপিএম প্রার্থী শুভাশিস মণ্ডল। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির শ্রীদিব চক্রবর্তী।

প্রসঙ্গত, আসানসোল পুরসভা নির্বাচনে তৃণমূল জিতলেও মেয়র বাছা হয় বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে৷ যদিও পুরভোটে তখন লড়েননি বিধান৷ তাই ছ’ মাসের মধ্যে তাঁকে ভোটে জিতে আসতে হত৷

সেই কারণেই ৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল৷ পদত্যাগ করেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর৷ উপনির্বাচনের দিন তৃণমূল- বিজেপি সংঘাতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে আসানসোল৷ যদিও ভোটের ফলে দেখা গেল পাঁচশো ভোটও পাননি বিজেপি প্রার্থী৷

সাত ভোট গণনার পর দেখা যায়, মোট ভোট পড়েছে ৮৪৫৭৷ তার মধ্যে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় একাই পেয়েছেন ৬৬৮৩টি ভোট৷ দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী পেয়েছেন ১২০৬টি ভোট৷ বিজেপি-র প্রাপ্ত ভোট ৪৮৫, কংগ্রেস পেয়েছে মাত্র ৮৩টি ভোট৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here