দেশের সময় ওয়েবডেস্কঃ : বিজেপির টিকিটে জিতেছিলেন । তারপর সেই বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস গত ৩১ অগস্ট যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিন্তু সেই তিনিই শুক্রবার মধ্যমগ্রামে তৃণমূলের পার্টি অফিস থেকে বেরিয়ে বললেন, ‘আমি বিজেপিতেই আছি।’

এদিন বিশ্বজিৎ বলেন, ‘আসন্ন পুরসভা নির্বাচনে গোবরডাঙা এবং বনগাঁ পুরসভায় বিজেপি-র ভাল ফল করা উচিত। লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলের ভিত্তিতে জেতা উচিত বিজেপি-র।’ তবে তিনি এও যোগ করেছেন, তাঁর মতো নেতৃত্বকে বিজেপি ঠিক করে ব্যবহার করতে পারছে না। দলে শুধু কোন্দল। নাম না করে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও ক্ষোভ উগরে গিয়েছেন বিশ্বজিৎ। সাংসদ একক ভাবে দলকে চালাতে চেয়েছেন বলেও অভিযোগ তোলেন বাগদার দলত্যাগী বিধায়ক। তবে সব শেষে তিনি বলেন, “বিজেপি-র টিকিটে জিতেছি। আমি বিজেপি-র বিধায়ক। বিজেপিতেই আছি।”

এদিন বিজেপিতে থাকার বিশ্বজিতের মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন, দলত্যাগ বিরোধী আইন প্রয়গ হবে বুঝতে পেরেই উনি এখন এসব বলছেন। উনি মুকুল রায়ের সঙ্গে এসেছিলেন, মুকুল রায়ের সঙ্গে ঘটা করে চলে যান, আমরা সবাই দেখেছি। আসলে উনি কামানোর জন্য রাজনীতি করছেন। এসব করে লাভ হবে না।

সম্প্রতি মুকুল রায়ের গলাতেও একাধিকবার বিজেপির জয়গান শোনা গিয়েছে। এও বলতে শোনা গিয়েছে, বিজেপি মানেই তো তৃণমূল। শেষপর্যন্ত দেখা গিয়েছে, মুকুল রায় বিজেপিতে আছেন বলেই রায় দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

ভোটের আগে একদিন বিধানসভার করিডোরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেয়েই ঢিপ করে প্রণাম করেন বাগদার বিধায়ক। দিদি তাঁর উদ্দেশে বলেন, কী রে! ডিসিশন নিলি? বিশ্বজিতের সঙ্গে সেদিন ছিলেন নোয়াপাড়ার তৎকালীন বিধায়ক সুনীল সিংও। তারপর মমতার ঘরে দীর্ঘক্ষণ বৈঠকও করেছিলেন বিশ্বজিৎরা।

ভোটের আগে অবশ্য তৃণমূলে ফেরেননি। বিজেপির টিকিট নিয়েই দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ, জিতেওছিলেন। বিধানসভা ভোটে জিতলেও বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন বিশ্বজিৎ। তবে তৃণমূলে ফেরা বিশ্বজিৎ কার্যত মুকুলের সুরেই বললেন, বিজেপিতেই আছেন।

শনিবার দুপুরে বনগাঁর বাটামোড় এলাকায় তাঁর নিজের কার্যালয়ে পুরসভার ২১নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তরুণ সরকার এবং তৃণমূলের প্রার্থী সুরজিৎ দাসের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখাগেল তাঁকে ৷ পাশাপাশি এদিন তিনি সেখানে সাংবাদিক সম্মেলন করে জানান নির্দল প্রার্থী তরুণ সরকার এবং তৃণমূলের প্রার্থী সুরজিৎ দাসের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল তা মিষ্টি মুখের মাধ্যমে সমস্যা মেটানো হল৷ নির্দল প্রার্থী তরুণ বাবু আজ থেকে তৃণমূল প্রার্থী সুরজিৎ দাসের হয়ে প্রচারেও নামবেন৷ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ ছয়ঘরিয়ার পঞ্চায়েত প্রসেনজিৎ ঘোষ, গোপাল শেঠ সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here