দেশেরসময় ওয়েবডেস্কঃ গজলশিল্পী ভুপিন্দর সিং প্রয়াত। মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। সংবাদমাধ্যমের কাছে এই খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী মিতালি সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও এই প্রজন্মের প্রিয়। তাঁর ভারী কণ্ঠস্বরের নরম সুর ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

বলিউডের জনপ্রিয় প্লে-ব্যাক সিংগার ছিলেন ভুপিন্দর সিং। তাঁর কণ্ঠে বিখ্যাত হয়ে আছে ‘মেরা রং দে বসন্তি চোলা’, ‘পেয়ার হামে কিস মোড় পে লে আয়া’, ‘সাত্তে পে সাত্তা’, ‘আহিস্তা আহিস্তা’-এর মতো গান। হিন্দি গানের দুনিয়ায় ভুপিন্দর সিংয়ের অবদান কখনও ফিকে হওয়ার নয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সঙ্গীতমহলে।

বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ভুপিন্দর সিং। তাঁর শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছিল। বেশ কয়েকদিন ধরেই এমন অসুস্থতায় ভুগছিলেন তিনি। মুম্বইয়ের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সোমবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে তাঁর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here