Becharam Manna: পাইলট গাড়ির পিছনে ধাক্কা, বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম

0
719

দেশের সময় ওয়েবডেস্কঃ পশ্চিম বর্ধমান: আসানসোল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার কনভয়। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী। ওঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে পড়ায় ঘটে এই বিপত্তি।

জানা গেছে, মঙ্গলবার একটি কর্মসূচি করে আসানসোলে থেকে ফিরছিলেন বেচারাম মান্না। হঠাৎ বর্ধমানের কাছে জৌগ্রাম এলাকায় মন্ত্রীর কনভয়ের আগে একটি গাড়ি এসে পড়ে। তাই আচমকাই কনভয়ে থাকা প্রথম গাড়িটিকে ব্রেক কষতে হয়। ফলে মন্ত্রীর গাড়ি গিয়ে ধাক্কা মারে সেই গাড়িটিকে।

ঘটনায় সামান্য আহত হন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী। সিঙ্গুরে গিয়ে চিকিৎসা করান তিনি। জানা গেছে, এদিন সাতসকালে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন বেচারাম মান্না। তারপর সুফল বাংলার দুটি বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এই কর্মসূচি শেষ করেই আসানসোল থেকে কলকাতায় ফিরছিলেন কৃষি প্রতিমন্ত্রী। সেই সময়ই দূর্ঘনার কবলে পড়েন তিনি।

Previous articleBJP Nabanna Abhijan: দাউ দাউ করে জ্বলল পুলিশের গাড়ি, নবান্ন অভিযানের দিনে বিজেপির লক্ষ্যে লালবাজারও,পাল্টা লাঠি
Next articleMamata Banerjee: ‘বিজেপি-র বেলুন ফুস, লোকই নেই!’ নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here